হোম > জাতীয়

ওমান, কাতার ও সৌদিগামীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’

বিশেষ প্রতিনিধি, ঢাকা

ছবি: সংগৃহীত

বাংলাদেশি অভিবাসীদের ভিসা-সংক্রান্ত প্রতারণা রোধ এবং নিরাপদ ও স্বচ্ছ অভিবাসন নিশ্চিত করতে নতুন আইভিআর-ভিত্তিক ভিসা যাচাই সেবা চালু করেছে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘আমি প্রবাসী’। প্রাথমিকভাবে ওমান, কাতার ও সৌদি আরবগামী বাংলাদেশি অভিবাসীরা এই সেবার আওতায় থাকবেন।

৯ মিলিয়নের বেশি ব্যবহারকারী সমৃদ্ধ আমি প্রবাসী প্ল্যাটফর্মটির এই নতুন সেবার মাধ্যমে যাত্রার আগেই ভিসার বৈধতা যাচাই করা যাবে। সেবাটি এরই মধ্যে চালু হয়েছে এবং ১৬৭৬৮ নম্বরে ফোন করে অভিবাসীরা এই সুবিধা নিতে পারবেন।

সেবার আওতায় প্রবাসী বা অভিবাসনপ্রত্যাশীরা হেল্পলাইনে কল করে ভিসা-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য দেবেন। এরপর আমি প্রবাসী টিম সংশ্লিষ্ট ভিসার তথ্য যাচাই করবে। যাচাই শেষে গ্রাহকের মোবাইল ফোনে এসএমএস পাঠানো হবে, যেখানে ভিসাটি বৈধ না অবৈধ, তা স্পষ্টভাবে জানানো হবে।

যদি কোনো ভিসার তথ্য সংশ্লিষ্ট সার্ভারে না পাওয়া যায়, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের দূতাবাসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হবে। আর ভিসা বৈধ হলে এবং সংশ্লিষ্ট সরকারের অনুমোদন থাকলে এসএমএসের মাধ্যমে ভিসার বৈধতা নিশ্চিত করা হবে।

স্বল্প সার্ভিস ফি দিয়ে দ্রুত ও সহজভাবে এই যাচাই সেবা নেওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বর্তমানে শুধু ১৬৭৬৮ নম্বরে কল করে এই সেবা পাওয়া যাচ্ছে।

সেবা চালুর বিষয়ে আমি প্রবাসীর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তারিক একরামুল হক বলেন, ‘বাংলাদেশি কর্মীদের জন্য অভিবাসনপ্রক্রিয়াকে নিরাপদ ও স্বচ্ছ করাই আমাদের মূল লক্ষ্য। দ্রুত ও নির্ভরযোগ্য ভিসা যাচাই সেবার মাধ্যমে আমরা ভিসা-সংক্রান্ত প্রতারণার ঝুঁকি কমাতে চাই। এতে প্রবাসীরা নিশ্চিন্তে বিদেশে যেতে পারবেন। প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

উল্লেখ্য, ২০২০ সালের মাঝামাঝি সময়ে যাত্রা শুরু করা আমি প্রবাসী অ্যাপটি অভিবাসনপ্রত্যাশী ও প্রবাসীদের নানাবিধ সমস্যা সমাধানে প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী সেবা দিয়ে আসছে। বিদেশে কর্মসংস্থান-সংক্রান্ত তথ্য, সহায়তা ও নিরাপত্তা নিশ্চিতে প্ল্যাটফর্মটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

প্রার্থীদের তিন ভাগের এক ভাগ তরুণ-যুবা

পোস্টাল ভোট: উড়ে আসা ভোটও হতে পারে কিছু আসনের ফল নির্ধারক

সুপারিশের এক বছর পরও হয়নি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস

শেখ হাসিনার সহকারী একান্ত সচিব লিকুর স্ত্রীর ১০ তলা ভবন ক্রোক

৪৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা

আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হওয়ার নির্দেশ ইসির

এবার আনিসুল হক ও তৌফিকা করিমের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা

দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৮ প্রার্থী

এস আলম গ্রুপের আরও ৪৩১.৬৯ শতাংশ জমি ক্রোকের নির্দেশ

চাঁদপুর-২ আসনে বিএনপি প্রার্থী জালাল উদ্দিনের ব্যাংক হিসাব অবরুদ্ধ