হোম > জাতীয়

৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবস, থাকবে সাধারণ ছুটি

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ছবি: পিআইডি

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের দিন ৫ আগস্টকে সাধারণ ছুটি হিসেবে ঘোষণা করছে সরকার। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার (১৯ জুন) উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় এই সিদ্ধান্ত হয়েছে।

বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সারয়ার ফারুকী বলেন, ‘৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দিবস হিসেবে ছুটি ঘোষণা করা হবে। এ বছর থেকে প্রতিবছরই এই ছুটি পালিত হবে। এর উদ্দেশ্য হচ্ছে—জুলাই-আগস্টের আন্দোলনের পুরো বাংলাদেশ যে রকম এক হয়েছিল, সেই অনুভূতিটাকে ফিরিয়ে আনা। অনুভূতিটা আমাদের মাঝে আছে, সেটাকে জাস্ট রিইনফোর্স করা।’

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জানান, ১ জুলাই থেকে কর্মসূচি শুরু হবে, মূল ইভেন্ট শুরু হবে ১৪ জুলাই থেকে, চলবে ৫ অগাস্ট পর্যন্ত।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বাংলাদেশ বেতার ও বিটিভির স্বায়ত্তশাসন নিয়ে একটি কমিটি হয়েছে। এই কমিটির নেতৃত্ব দেবেন উপদেষ্টা সি আর আবরার।

শফিকুল আলম আরও বলেন, ‘গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে এসেছে। আগে যখন টেলিভিশনগুলোকে লাইসেন্স দেওয়া হয়েছে, অধিকাংশ ক্ষেত্রে একটি পলিটিক্যাল পার্টির আইডোলজিকে সার্ভ করার জন্য দেওয়া হয়েছে। সামনে আরও যদি টিভি লাইসেন্স দেওয়া হয়, সে ক্ষেত্রে কী কী নীতিমালা থাকবে, সেগুলো উনারা পর্যালোচনা করবেন।’

শফিকুল আলম বলেন, ‘জুলাই প্রোকলেমেশন ছাত্র-জনতার একটি দাবি। আগামী ৫ আগস্টের আগেই যাতে এই জুলাই প্রোকলেমেশন ঘোষণা করা যায়, সে জন্য একটি কমিটি করা হয়েছে। কমিটির প্রধান রাখা হয়েছে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ স্যারকে। আরও কয়েকজন উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ স্যারের নেতৃত্বে কাজ করবেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে উনারা দ্রুতই এই প্রোকলেমেশন প্রকাশ করবেন।’

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এবারও কলকাতা বইমেলা থেকে বাংলাদেশ বাদ, থাকছে না যুক্তরাষ্ট্রও

ইসিতে বিএনপির অভিযোগ: জামায়াত, এনসিপিসহ ৪ দলকে ইসির সতর্কবার্তা

স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয়ে রাজশাহীর ডিসিকে বিভ্রান্তিকর বার্তা, গ্রেপ্তার ১

এক মাসে ক্রোক ও অবরুদ্ধ ২৪০০ কোটি টাকার অবৈধ সম্পদ

আগামীকাল থেকে আরও ৮ জেলায় ই-বেইলবন্ড চালু

পদ্মা সেতুর টোল আদায় ৩ হাজার কোটি ছাড়াল

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের থাইল্যান্ড যাওয়ার অনুমতি নামঞ্জুর