হোম > জাতীয়

এনআইডি সার্ভারে ত্রুটি, সিম নিবন্ধনসহ ৮ সেবায় বিঘ্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারে ত্রুটির কারণে বায়োমেট্রিক যাচাই করা যাচ্ছে না। ফলে মোবাইল অপারেটরগুলো নানা কার্যক্রম চালাতে পারছে না। এই সমস্যা সমাধানের জন্য মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটব গতকাল সোমবার টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের দ্বারস্থ হয়েছে। 

জানা যায়, এনআইডি সার্ভারে প্রায় ১২ কোটি ভোটারের তথ্য, ছবি ও আঙুলের ছাপ (বায়োমেট্রিক) সংরক্ষিত আছে। ইসি থেকে ১৬৪টি প্রতিষ্ঠান এনআইডিসংক্রান্ত সেবা নিয়ে থাকে। সেবা প্রদানকারী এসব প্রতিষ্ঠান গ্রাহকের দেওয়া তথ্য নির্বাচন কমিশনে সার্ভারে সংরক্ষিত তথ্যের সঙ্গে মিলিয়ে দেখে। সার্ভার বিকল থাকলে এসব সেবা বাধাগ্রস্ত হয়। 

মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটব সোমবার টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে চিঠি দিয়ে জানায়, গত রোববার রাত থেকে এনআইডি সার্ভার বিকল রয়েছে। এতে তাদের সিম নিবন্ধনসহ আটটি সেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। 

এ বিষয়ে জানতে চাইলে এনআইডি অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মো. আশরাফ হোসেন বলেন, ‘অনেকেই বলছে যে আমাদের সার্ভার ডাউন, কথাটি সঠিক নয়। আমাদের সেবাগ্রহীতাদের আমরা ভিন্ন ভিন্ন রকমের সেবা দিয়ে থাকি। কেবল যারা বায়োমেট্রিক ভেরিফিকেশন করে, তাদের ক্ষেত্রে রোববার সন্ধ্যা থেকে ত্রুটি দেখা দিয়েছে। যারা কেবল আঙুলের ছাপ যাচাই করতে চাচ্ছে, তারা সেই সেবাটি পাচ্ছে না। অন্য সব সেবা আগের মতো চলমান।’ 

সমস্যা সমাধানের বিষয়ে এই কর্মকর্তা বলেন, ‘আমাদের সার্ভার ছোট একটি কম্পিউটারের মতো নয়, অনেকগুলো হার্ডওয়্যার দিয়ে আমরা কাজ করি। কোনো একটিতে হয়তো ত্রুটি দেখা দিয়েছে। আমাদের টেকনিক্যাল এক্সপার্টরা এটি নিয়ে কাজ করছে। আশা করি, আগামী বুধবারের মধ্যে এই সমস্যা সমাধান হয়ে যাবে। তবে এটা সুনির্দিষ্ট করে বলা যাবে না।’

ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন