হোম > জাতীয়

মাইক বিভ্রাটে এক ঘণ্টা ধরে সংসদের অধিবেশন বন্ধ  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাইক বিভ্রাটের কারণে জাতীয় সংসদের ২৪তম অধিবেশনের আজ রোববার কার্যক্রম এক ঘণ্টার বেশি সময় ধরে বন্ধ আছে। পূর্ব নির্ধারিত সময় সূচি অনুযায়ী বিকেল পৌনে ৫টায় অধিবেশন শুরু হওয়ার পর এ গোলযোগ দেখা দিলে সোয়া পাঁচটার দিকে অধিবেশন স্থগিত রাখার ঘোষণা দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

দিনের কার্যসূচি অনুযায়ী অনুমতি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আবদুস শহীদ দ্বিতীয় রিপোর্ট উপস্থাপন করেন। এরপর সমাজকল্যাণ মন্ত্রণালয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন বিল-২০২৩ এর রিপোর্ট উপস্থাপনের সময় অধিবেশনের মাইক বন্ধ হয়ে যায়। পরে হাতের বিকল্প মাইক দিয়ে রিপোর্ট উপস্থাপন শেষ করেন।

এরপর আইন মন্ত্রণালয় স্থায়ী কমিটির সভাপতি শহিদুজ্জামান সরকার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (সংশোধন) বিল ২০২৩ ও জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন (সংশোধন) বিলের রিপোর্ট উপস্থাপন করেন। এরপর রেজওয়ান আহাম্মদ তৌফিক সাইবার নিরাপত্তা বিলের রিপোর্ট উপস্থাপন শুরু করলে তখন বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙা স্পিকারের মনযোগ আকর্ষণ করে বলেন, মাননীয় স্পিকার কানে কিছু শোনা যাচ্ছে না। এ সময় আরও কয়েকজন বিরোধী দলের বাকি সদস্যরাও একই কথা বলেন। রেজওয়ান আহাম্মদ তৌফিক এর রিপোর্ট উপস্থাপন শেষে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ দাঁড়ান।

এ সময় তাকে উদ্দেশ্য করে স্পিকার বলেন, ‘যেহেতু কিছু শোনা যাচ্ছে না তাই আমরা কিছুক্ষণ কার্যক্রম বন্ধ রাখছি। পাঁচ মিনিট বন্ধ রাখছি।’ পরে আবার স্পিকার বলেন, ‘মাইক ঠিক করার চেষ্টা চলছে। ১০ মিনিট অধিবেশন স্থগিত করছি।’

সোয়া ছয়টা পর্যন্ত এ রিপোর্ট লেখা পর্যন্ত অধিবেশন শুরু হয়নি। কারিগরি ত্রুটি ঠিক করার চেষ্টা করতে দেখা গেছে টেকনিশিয়ানদের। এ সময় সংসদ টেলিভিশনের স্ক্রলে জানানো হয় সাড়ে ছয়টা পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি রাখা হয়েছে।

খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন

খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনার দায় আছে: আসিফ নজরুল

খালেদা জিয়ার মৃত্যুতে শিল্পকলার সব অনুষ্ঠান তিন দিনের জন্য বন্ধ ঘোষণা

খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক

খালেদা জিয়ার জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, বেলা ২টায়

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার মৃত্যু সংবাদ

খালেদা জিয়ার জানাজা কাল, দাফন জিয়াউর রহমানের কবরের পাশে