হোম > জাতীয়

মাইক বিভ্রাটে এক ঘণ্টা ধরে সংসদের অধিবেশন বন্ধ  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাইক বিভ্রাটের কারণে জাতীয় সংসদের ২৪তম অধিবেশনের আজ রোববার কার্যক্রম এক ঘণ্টার বেশি সময় ধরে বন্ধ আছে। পূর্ব নির্ধারিত সময় সূচি অনুযায়ী বিকেল পৌনে ৫টায় অধিবেশন শুরু হওয়ার পর এ গোলযোগ দেখা দিলে সোয়া পাঁচটার দিকে অধিবেশন স্থগিত রাখার ঘোষণা দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

দিনের কার্যসূচি অনুযায়ী অনুমতি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আবদুস শহীদ দ্বিতীয় রিপোর্ট উপস্থাপন করেন। এরপর সমাজকল্যাণ মন্ত্রণালয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন বিল-২০২৩ এর রিপোর্ট উপস্থাপনের সময় অধিবেশনের মাইক বন্ধ হয়ে যায়। পরে হাতের বিকল্প মাইক দিয়ে রিপোর্ট উপস্থাপন শেষ করেন।

এরপর আইন মন্ত্রণালয় স্থায়ী কমিটির সভাপতি শহিদুজ্জামান সরকার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (সংশোধন) বিল ২০২৩ ও জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন (সংশোধন) বিলের রিপোর্ট উপস্থাপন করেন। এরপর রেজওয়ান আহাম্মদ তৌফিক সাইবার নিরাপত্তা বিলের রিপোর্ট উপস্থাপন শুরু করলে তখন বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙা স্পিকারের মনযোগ আকর্ষণ করে বলেন, মাননীয় স্পিকার কানে কিছু শোনা যাচ্ছে না। এ সময় আরও কয়েকজন বিরোধী দলের বাকি সদস্যরাও একই কথা বলেন। রেজওয়ান আহাম্মদ তৌফিক এর রিপোর্ট উপস্থাপন শেষে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ দাঁড়ান।

এ সময় তাকে উদ্দেশ্য করে স্পিকার বলেন, ‘যেহেতু কিছু শোনা যাচ্ছে না তাই আমরা কিছুক্ষণ কার্যক্রম বন্ধ রাখছি। পাঁচ মিনিট বন্ধ রাখছি।’ পরে আবার স্পিকার বলেন, ‘মাইক ঠিক করার চেষ্টা চলছে। ১০ মিনিট অধিবেশন স্থগিত করছি।’

সোয়া ছয়টা পর্যন্ত এ রিপোর্ট লেখা পর্যন্ত অধিবেশন শুরু হয়নি। কারিগরি ত্রুটি ঠিক করার চেষ্টা করতে দেখা গেছে টেকনিশিয়ানদের। এ সময় সংসদ টেলিভিশনের স্ক্রলে জানানো হয় সাড়ে ছয়টা পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি রাখা হয়েছে।

দ্বৈত নাগরিকত্ব: চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর

মানবতাবিরোধী অপরাধ: আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন

গণভোটের সচেতনতায় দেশজুড়ে ব্যাপক কর্মসূচি শুরু সরকারের

ইসরায়েল সমর্থিত ‘সোমালিল্যান্ড’কে প্রত্যাখ্যান করল বাংলাদেশ

প্রার্থীদের তিন ভাগের এক ভাগ তরুণ-যুবা

পোস্টাল ভোট: উড়ে আসা ভোটও হতে পারে কিছু আসনের ফল নির্ধারক

সুপারিশের এক বছর পরও হয়নি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস

শেখ হাসিনার সহকারী একান্ত সচিব লিকুর স্ত্রীর ১০ তলা ভবন ক্রোক

৪৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা

আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হওয়ার নির্দেশ ইসির