হোম > জাতীয়

হাসপাতালে জায়গা নেই, কোভিড রোগীদের জন্য হোটেল খুঁজছে সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনাভাইরাসে আক্রান্তদের শারীরিক অবস্থা বিবেচনায় সবার হাসপাতালে ভর্তি হওয়ার দরকার পড়ে না। হাসপাতালগুলোতেও এখন জায়গা নেই। তাই হাসপাতালে নেওয়ার মতো গুরুতর নয় এমন রোগীদের জন্য হোটেল ভাড়া করে সেখানে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করবে সরকার। 

সচিবালয়ে আজ মঙ্গলবার এক সভার পর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের এ কথা বলেন। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সবার হাসপাতালে ভর্তির প্রয়োজন পড়ে না। সেসব রোগীর জন্য আলাদা হোটেল ভাড়া করার চিন্তা করেছি। সেখানে ওষুধপত্র, ডাক্তার–নার্স থাকবে, কিছু অক্সিজেনের ব্যবস্থা রাখব। কারণ হাসপাতালে আর জায়গা নেই। হাসপাতাল খালিও নেই। তাই হোটেল খুঁজছি।’ 

স্বাস্থ্যমন্ত্রী জানান, হাসপাতালগুলোর ৯০ শতাংশ শয্যায় এখন করোনা আক্রান্ত রোগী ভর্তি আছে। ৯৫ শতাংশ আইসিইউয়ে রোগী আছে। 

জাহিদ মালেক বলেন, করোনায় আক্রান্তদের চিকিৎসায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটি ফিল্ড হাসপাতাল তৈরি করা হচ্ছে, কাজ চলছে। প্রথম দিকে সেখানে ৫০০–৬০০ শয্যা দিতে পারব। পর্যায়ক্রমে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে। 

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ডিসেম্বরে ১৫৫ কোটি টাকার বেশি চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

বিটিএমসির বিরুদ্ধে ৪৫ কোটি টাকার যন্ত্রপাতি ১২ লাখে বিক্রির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু

সাবেক পুলিশ কর্মকর্তা হামিদুল আলম ও স্বজনদের বিরুদ্ধে দুদকের দুই মামলা

‘হত্যাচেষ্টার’ শিকারদের খোঁজ মেলেনি, শেখ হাসিনা ও জয়সহ ১১৩ আসামির অব্যাহতি চায় পিবিআই