হোম > জাতীয়

টিকা জটিলতায় দেশে আটকে আছে ৫০ হাজার প্রবাসী

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: করোনা টিকা জটিলতায় দেশে আটকে আছে ৫০ হাজার প্রবাসী। টিকা ছাড়া যেসব প্রবাসী মধ্যপ্রাচ্যে যাচ্ছেন তাঁদের হোটেল কোয়ারেন্টিন ও উড়োজাহাজ টিকিটে বাড়তি ৭০ থেকে ৮০ হাজার টাকা গুনতে হচ্ছে। এতে আটকে পড়া ৫০ হাজার প্রবাসী শ্রমিকদের বাড়তি খরচ হচ্ছে প্রায় সাড়ে তিন শ কোটি টাকা।

আজ বুধবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা) সদস্যরা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন। এ সময় প্রবাসীদের বাড়তি ব্যয় কমাতে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

বায়রার সাবেক সভাপতি আবুল বাশার বলেন, বৈদেশিক মুদ্রা রিজার্ভের ৪৫ বিলিয়ন ডলারের মধ্যে প্রায় ২৪ বিলিয়ন ডলার প্রবাসী কর্মীদের পাঠানো। বর্তমান শ্রম বাজারে একমাত্র সৌদি আরব ছাড়া সকল দেশে করোনার কারণে শ্রমিক পাঠানো বন্ধ রয়েছে। করোনা মহামারির জন্য সৌদি সরকার তাদের দেশে সার্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন কিছু নিয়ম চালু করেছে। বিদেশগামী কর্মীরা অবশ্যই করোনা টিকা দেওয়ার সনদপত্র সঙ্গে নিয়ে যেতে হবে।

অন্যথায় তাদেরকে বাধ্যতামূলক ৭ দিনের ব্যয়বহুল হোটেল কোয়ারেন্টিনে থাকতে হবে, যার খরচ প্রায় ৭০-৮০ হাজার টাকা। এ ছাড়া তিনগুণ বাড়তি টাকা দিয়ে বিমানের টিকিট কাটতে হচ্ছে। এই পরিস্থিতিতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, যাতে অগ্রাধিকার ভিত্তিতে প্রবাসীদের করোনা টিকা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা করা হয় এবং বিমানের টিকিট মূল্য যেন সহনশীল পর্যায়ে থাকে।'

বায়রার সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ও হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সেন্টারের (রিক্রুটিং এজেন্সি) স্বত্বাধিকারী ফখরুল ইসলাম বলেন, 'করোনা টিকার ব্যবস্থা করা গেলে, বর্তমানে ফ্লাইটের জন্য অপেক্ষারত প্রায় ৫০ হাজার কর্মীর সৌদি আরবের হোটেল কোয়ারেন্টিন বাবদ জন প্রতি প্রায় ৭০-৮০ হাজার টাকার অতিরিক্ত খরচ থেকে বাঁচবে। এতে বিদেশগামী কর্মী এবং কর্মী প্রেরণকারী প্রতিষ্ঠানগুলো অনেক বিড়ম্বনা থেকে রেহাই পাবে।'

ভোটের গাড়ি শুধু শহরে, গ্রামের মানুষ জানে না

দ্বিতীয় দিনে ইসিতে ১২২টি আপিল আবেদন

নির্বাচনে এআইয়ের অপব্যবহার নিয়ে শঙ্কা, ঠেকাতে উদ্যোগ নেই সরকারের: দেবপ্রিয় ভট্টাচার্য

আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ১২ জানুয়ারি

নির্বাচন-সংক্রান্ত তথ্য ও অভিযোগ গ্রহণে ১০ কর্মকর্তাকে দায়িত্ব দিল ইসি

প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

গভীর সমুদ্রে ভোগাচ্ছে জেলিফিশ, সমস্যা চিহ্নিত করায় গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ জারি করতে যাচ্ছে সরকার

পোস্টাল ভোটে নিবন্ধনের সময় শেষ, কেমন সাড়া মিলল

নির্বাচনী দায়িত্ব: যানবাহন ও মনোবলে ঘাটতি নিয়ে মাঠে নামছে পুলিশ