হোম > জাতীয়

ইসির সংলাপ মঙ্গলবার, আমন্ত্রিত ৩৯ বিশিষ্ট নাগরিক 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ তৈরির জন্য এবার সুশীল সমাজের ব্যক্তিদের সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় নির্বাচন ভবনে তাদের সঙ্গে আলোচনায় বসবে কাজী হাবিবুল আউয়াল কমিশন।

ইসি জানায়, বৈঠকের অংশ হিসেবে এরই মধ্যে ৩৯ বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ জানানো হয়েছে। এ বিষয়ে সংস্থাটির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কীভাবে অবাধ, সুষ্ঠু করা যায় সে বিষয়ে বিশিষ্ট জনদের আলোচনা করে পরামর্শ নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে সংলাপের আয়োজন করা হয়েছে।’ 

অশোক কুমার আরও জানান, পর্যায়ক্রমেও রাজনীতিকদের সঙ্গে বৈঠকে বসবে ইসি। 

সংলাপে আমন্ত্রণ জানানোর তালিকায় রয়েছেন, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল, বেগম রাশেদা কে চৌধুরী, ড. হোসেন জিল্লুর রহমান, এম হাফিজ উদ্দিন খান, আব্দুল মুয়ীদ চৌধুরী, ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ, মির্জা আজিজুল ইসলাম, বেগম রোকেয়া এ রহমান। সিপিডির সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শাহদীন মালিক, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, অর্থনীতিবিদ ড. আবুল বারকাত, টিআইবি ‘র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ওয়ালি উর রহমান, ড. সৈয়দ আনোয়ার হোসেন, বিশিষ্ট অর্থনীতিবিদ এমএম আকাশ, নিজেরা করি কো-অর্ডিনেটর খুশী কবির, সেন্টার ফর আরবান স্টাডিজের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, সাবেক মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদার, বাংলাদেশ ইনডিজিনিয়াস পিপলস ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, সাবেক রাষ্ট্রদূত এএফএম গোলাম হোসেন, অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জামান, সাবেক সচিব আব্দুর লতিফ মন্ডল, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, প্রেসিডেন্ট গভর্নেন্স অ্যান্ড রাইট সেন্টারের ড. জহুরুল আলম, সাবেক পররাষ্ট্রসচিব মহিউদ্দিন আহমেদ ও মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বেগম শাহীন আনাম। 

সংলাপে আমন্ত্রণ জানানোর তালিকায় আরও রয়েছেন, গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারম্যান ড. জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর আমেনা মহসিন, অধ্যাপক ড. কাবেরী গায়েন, অধ্যাপক রোবায়েত ফেরদৌস, অধ্যাপক ড. এসএম শামীম রেজা, অধ্যাপক ড. শেখ হাফিজুর রহমান, সিপিডির সম্মানিত ফেলো অধ্যাপক রওনক জাহান, ড. মোস্তাফিজুর রহমান, সাবেক সচিব আবু আলম শহীদ খান, লিডারশিপ স্টাডিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. সিনহা এম এ সাঈদ এবং লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ। 

এর আগে গত ১৩ মার্চ প্রথম শিক্ষক সমাজের ৩০ জনকে সংলাপে বসার আমন্ত্রণ জানালেও প্রথম দিনের সংলাপে মাত্র ১৩ জন উপস্থিত হন।

কার্যক্রম প্রভাবিত করতে মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে: গুম কমিশন

জনসচেতনতায় ‘ভোটের গাড়ির’ প্রচারণা শুরু সোমবার

দেড় দশকে পুলিশ, বিচার ও প্রশাসনের ভিত দুর্বল করা হয়েছে: আসিফ নজরুল

নির্বাচনের পরিবেশ তৈরিতে অপারেশন শুরু করবে যৌথ বাহিনী: ইসি সানাউল্লাহ

হাদি হত্যা: ফয়সালসহ সংশিষ্টদের অ্যাকাউন্টে ১২৭ কোটি টাকার লেনদেন

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আগামী পাঁচ দিন শীতের অনুভূতি বাড়বে

অবশেষে প্রজাপতি প্রতীকে নিবন্ধন পেল আমজনতার দল

ফয়সালের অবস্থান নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: অতিরিক্ত আইজিপি

এনএসআইয়ের ১৩ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক