হোম > জাতীয়

সাম্প্রতিক ইস্যুতে সরকারের পদক্ষেপকে ‘অত্যন্ত উত্তম’ বলেছে ভারত: পররাষ্ট্রমন্ত্রী

সিলেট প্রতিনিধি

দুই বছর পর নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী সাম্প্রদায়িক হামলার মতো অপতৎপরতা চালাচ্ছে। তবে সরকার এসব তৎপরতা মোকাবিলায় কঠোর অবস্থানে রয়েছে।

আজ শনিবার সকালে সিলেটে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ধর্মীয় সম্প্রীতিতে বাংলাদেশ পৃথিবীর মধ্যে ‘নাম্বার ওয়ান’। এ দেশে সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছে, এমনকি বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালনে আর্থিক সহায়তাও করছে, যা অন্যান্য দেশে বিরল। 

আব্দুর মোমেন বলেন, সাম্প্রদায়িক হামলার ইস্যুতে বাংলাদেশ সরকারের পদক্ষেপকে ‘অত্যন্ত উত্তম’ বলে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। ভারতের অনেক স্থানে বাংলাদেশের ঘটনার প্রতিবাদ করলেও তাদের অনেকেই বানোয়াট প্রচারণা করেছে। তবে দেশটির সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপের প্রশংসা করেছে। 

ইমজা কার্যালয় পরিদর্শনে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মহানগর আওয়ামী লীগের সাধারণ অধ্যাপক জাকির হোসেনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। 

এদিকে টিকা কূটনীতিতে সফলতার জন্য আজ সকালে সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের দেশে কোভিড ম্যানেজমেন্ট খুব ভালো হয়েছে। আমরা টাকা দিয়ে টিকা কিনে মানুষকে বিনে পয়সায় তা দিচ্ছি। শুরুতেই আমাদের প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছিলেন করোনা পরীক্ষা ও টিকা দেশের মানুষকে বিনা মূল্যে দেবেন। এখনো এটা চলমান। 

বর্তমানে দেশে টিকা কোনো সংকট নেই জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ডিসেম্বরের মধ্যে দেশের মোট জনসংখ্যার ৫০ ভাগকে টিকার আওতায় আনা সম্ভব হবে। কিন্তু আমার হিসাবে তা আরও অনেক বেশি। দেশে ১৬ কোটি মানুষের মধ্যে ৮ কোটির বয়স ২৫ বছরের নিচে। আমাদের প্রথম টার্গেট তাদের টিকা দেওয়া। এরই মধ্যে ২৫ বছরের ওপরের ৭০ ভাগ মানুষকে টিকা দেওয়া সম্ভব হয়েছে।

সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক, সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ প্রমুখ। 

এবার দিল্লি ও আগরতলায় ভিসা কার্যক্রম ‘সাময়িক বন্ধ’ করল বাংলাদেশ

হাদির ডিএনএ নমুনা সংরক্ষণে আদালতের নির্দেশ

ভোটারদের উৎসাহিত করতে জাতিসংঘের উদ্যোগে নতুন ওয়েবসাইট চালু

তারেক রহমানের প্রত্যাবর্তনে নেতা-কর্মীদের ঢাকায় আনতে চলবে ১০টি বিশেষ ট্রেন

বেনজীরের ফ্ল্যাট থেকে জব্দ ২৪৬ ধরনের মালামাল প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে

বিএনপি মনোনীত প্রার্থী জালাল, সাবেক সংসদ সদস্য জাহিদ ফারুকসহ ১১ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ভয় ও বাধামুক্ত নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর: প্রধান উপদেষ্টা

গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন প্রধান উপদেষ্টা

গুয়াংজু বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টার্মিনাল পরিবর্তন

মানবতাবিরোধী অপরাধ: আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠনে প্রসিকিউশনের আবেদন