হোম > জীবনধারা > ভ্রমণ

ভ্রমণে সতর্কতা

সিলেট প্রতিনিধি

এখন চলছে বর্ষাকাল। ফলে নদ-নদীর পানি বেড়ে যাওয়ায় এবং পাহাড়ি ঢলের কারণে সিলেটের বিভিন্ন পর্যটনকেন্দ্র প্লাবিত হয়েছে। সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে কিছু কিছু জায়গা। ফলে সেসব জায়গায় ভ্রমণ নিরুৎসাহিত করা হয়েছে।

যেসব জায়গায় যাওয়া যাবে না
সাদা পাথর
সাদা পাথর পর্যটনকেন্দ্র পাহাড়ি ঢলের পানিতে নিমজ্জিত। বর্তমানে সেখানে যাওয়া বেশ বিপজ্জনক। তবে চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত বন্ধ রয়েছে বলে সাদা পাথর থেকে দ্রুতই এই পানি নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

জাফলং
জাফলং পর্যটনকেন্দ্রে পানি থাকার কারণে প্রধান স্পটে যাওয়া বিপজ্জনক। পাথরসহ সবকিছুই ডুবে গেছে পর্যটনকেন্দ্রটির। তবে চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত না হওয়ায় পরিস্থিতির উন্নতি হচ্ছে।

রাতারগুল
বন্যায় রাতারগুল ডুবে গেছে। সেখানে যাওয়ার রাস্তা ডুবে যাওয়ায় বর্তমানে পর্যটকদের রাতারগুল না যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

বিছনাকান্দি
পাহাড়ি ঢল নামার কারণে বিছনাকান্দি পর্যটনকেন্দ্র ডুবে গেছে। ফলে সেখানে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে।

লালাখাল ও রাংপানি
সিলেটের অন্যান্য পর্যটনকেন্দ্রের মতো লালাখাল ও রাংপানির অবস্থাও একই। এ জায়গাগুলো সীমান্তবর্তী হওয়ায় পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে। ফলে এসব জায়গায় আপাতত ভ্রমণ নিরুৎসাহিত করা হয়েছে।

যেসব জায়গায় যাওয়া যাবে
প্রয়োজনীয় অনুমতি নিয়ে সিলেটের চা-বাগানগুলোতে যাওয়া যাবে এখন। এ ছাড়া জাফলং যাওয়া না গেলেও মায়াবী ঝরনা যাওয়া যাবে। এ পর্যটনকেন্দ্রটির যাত্রাপথে পাহাড়ি কোনো ঢল না থাকায় সেখানে যাওয়া যাবে।

নেপালের মহাপরিকল্পনায় এভারেস্ট রক্ষা পাবে তো?

উত্তরের হিম রাজ্যে তুষারবিলাসের রোমাঞ্চ, হিমাঙ্কের নিচে তপ্ত রাত

গ্রামের নাম মহিষখোলা

মাধবকুণ্ড ঝরনার পানিতে বিরল ঝরনাপাখি

বাংলাদেশের পর্যটক কমায় ভারতে নিম্নমুখী আন্তর্জাতিক ভ্রমণকারীর সংখ্যা

আকাশে ঘুরে বেড়ানো এক নিঃসঙ্গ বাবার গল্প

হোটেল রুমের পরিচ্ছন্নতা ও শিষ্টাচার

ভ্রমণে এক ব্যাগে সবকিছু রাখলে বিপদ হতে পারে, দেখে নিন কী করবেন

আবুধাবি ভ্রমণের আগে যা জানা জরুরি

২০২৬ সালের জন্য এয়ারবিএনবি-এর পূর্বাভাস