হোম > জীবনধারা > ভ্রমণ

চীনে চিকিৎসা ভিসা এক দিনে

ফিচার ডেস্ক

ছবি: সংগৃহীত

বাংলাদেশের নাগরিকদের চিকিৎসা ভিসা পাওয়ার সময়সীমা আরও দ্রুত করছে চীন। ভারতের ভিসা নীতি গত কয়েক বছরে কঠিন হওয়ার পর বাংলাদেশের নাগরিকদের উন্নত চিকিৎসার জন্য দেশটি জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে। দেশটির সরকার জানিয়েছে, জরুরি চিকিৎসা নিতে চাওয়া বাংলাদেশিদের জন্য এখন থেকে এক দিনের মধ্যে ভিসার ব্যবস্থা করবে তারা।

এ বিষয়ে ঢাকায় এক সংবাদ সম্মেলনে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘বাংলাদেশিদের চিকিৎসা-সুবিধা দেওয়ার জন্য কুনমিং শহরের তিনটি হাসপাতাল নির্দিষ্ট করা হয়েছে। যে কেউ সেখানে চিকিৎসা নিতে চাইলে সরাসরি চীনের দূতাবাসে গিয়ে ভিসা সংগ্রহ করতে পারবেন এবং আমরা চেষ্টা করব যাতে তাঁদের এক দিনে ভিসা দেওয়া যায়।’

চীনের রাষ্ট্রদূত আরও বলেন, ‘বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা সম্প্রতি চীন সফর করেছেন। এটি বেশ ফলপ্রসূ ছিল এবং দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও গভীর হবে। চীন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না।’ তবে পর্যটন ভিসার জন্য সময় দ্রুত করার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি সেই আলোচনায়।

শিক্ষাবৃত্তি এবং বিনিয়োগের বিষয়েও চীনের রাষ্ট্রদূত জানান, চীন বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সহায়তা অব্যাহত রাখবে। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য চীনা বৃত্তি আরও বাড়ানো হবে এবং বাংলাদেশ থেকে আম, কাঁঠাল ও ফুল আমদানির পরিকল্পনা রয়েছে দেশটির। এ ছাড়া আগস্ট মাসের পর থেকে ১৩টি চীনা প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগ করবে।

সূত্র: এএফপি

২০২৬ সালের জন্য এয়ারবিএনবি-এর পূর্বাভাস

পর্যটকের স্রোতে বিপর্যস্ত শহর

বিমানযাত্রার অলিখিত নিয়মগুলো জেনে নিন

রহস্যময় আগুন পাহাড়

ভিয়েতনামের পর্যটনশিল্প পুনরুদ্ধারের গতি দ্রুত

চীনে বাড়ছে ঘোড়ায় চড়ে ছুটি কাটানোর প্রবণতা

এআই-নির্ভর ভ্রমণে শীর্ষে ভিয়েতনাম

আন্তর্জাতিক পর্যটনে শীর্ষে ব্যাংকক, আকর্ষণীয় শহর প্যারিস

জেনে নিন মালদ্বীপ ভ্রমণের সেরা সময় কখন

নেপালের অদেখা জগৎ