হোম > জীবনধারা > ভ্রমণ

চীনের পর্যটনে নতুন সংযোজন

ফিচার ডেস্ক 

একটি দেশ তার পর্যটনশিল্পকে আকর্ষণ করার জন্য সর্বোচ্চ কতটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে পারে? এর সঠিক উত্তর কারও জানা নেই। তবে চীন এবার পর্যটক আকর্ষণ করতে ৩৭ হাজার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল। বিশ্বের পর্যটন খাতে এটি নিঃসন্দেহে এক বিশাল সংযোজন। এই গ্রীষ্মে দেশটির ৪ হাজারের বেশি জায়গায় এই ইভেন্টগুলো সফলভাবে আয়োজিত হয়েছে।

দেশটির সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তা মা লি গট এ সপ্তাহের শুরুতে জানান, কার্যক্রমগুলো সাংস্কৃতিক ও পর্যটন খাতের উন্নয়নের জন্য চীনের প্রচেষ্টার অংশ। এই উদ্যোগের মূল লক্ষ্য একটি— উন্নত জীবনযাত্রার জন্য জনসাধারণের প্রত্যাশাগুলো পূরণ করা। জাদুঘর এবং পর্যটক আকর্ষণের জন্য শুধু দিন নয়, রাততেও কাজে লাগাতে চায় চীন।

মা লি আরও জানিয়েছেন, স্থানীয় সরকারের অংশীদারদের সাংস্কৃতিক ও পর্যটন ব্যয় বাড়াতে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে উৎসাহিত করা হয়েছিল। এই ব্যবস্থাগুলোর মধ্যে ছিল পর্যটনকেন্দ্রগুলোতে টিকিট ছাড় অনুষ্ঠান উপভোগ এবং ভোক্তাদের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে অন্যান্য প্রণোদনা।

আঞ্চলিক এবং জাতিগত বৈশিষ্ট্যগুলোকে প্রতিনিধিত্ব করে, এমন সব সাংস্কৃতিক প্রকল্পের বিকাশের জন্যও প্রচেষ্টা চালাচ্ছে চীন কর্তৃপক্ষ। ভোক্তাদের অভিজ্ঞতা বাড়ানোর জন্য সাংস্কৃতিক এবং পর্যটন খাতের উন্নয়নের দিকে মনোযোগ দিচ্ছে দেশটির সরকার।

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ড নীতিতে বিপাকে ভ্রমণপিয়াসিরা

এ বছরের সেরা ১০ ভ্রমণ গন্তব্য

এই শীতে ঘুরে আসুন বগা লেক ও কেওক্রাডং

সাগরতলের বিচিত্র জগতে শাহেলা

মধ্যপ্রাচ্যের প্রথম আলট্রা-লাক্সারি ট্রেন সৌদি আরবে

দূর যাত্রায় বিমানে কোন সিট নেবেন

ভূরাজনৈতিক আলোচনার বাইরে গ্রিনল্যান্ড পর্যটকদের জন্য কেমন

ভ্রমণ ব্যয় বাড়তে পারে ৫ পর্যটন গন্তব্যে

ভ্রমণে যাওয়ার আগে জানুন এ বছরের ট্রেন্ড

২০২৬ সালে এশিয়ার সেরা দুই ‘ফুড ডেস্টিনেশন’