বিভিন্ন কারণে ভ্রমণে গিয়ে হারিয়ে যেতে পারে পাসপোর্ট। ঘাবড়ে না গিয়ে পদ্ধতি মেনে কাজ করলে সেটা ফেরত পাওয়া যাবে।
যা করতে হবে
পাসপোর্টের ফটোকপি না থাকলে
অনেক সময় দেখা যায়, কেউ কেউ তাঁর সব তথ্য বিবরণীই হারিয়ে ফেলেছেন। সে ক্ষেত্রে কিছু নিয়মে তাঁদের দেশে ফিরতে আগের প্রক্রিয়ায় যেতে হবে। যিনি প্রয়োজনীয় সবকিছু হারিয়ে ফেলবেন, তাঁকে ইমিগ্রেশন সার্টিফিকেট তুলতে হবে। কবে কোন রুট ধরে ভারতে প্রবেশ করেছেন, তার প্রমাণপত্র দিতে হবে। যদি সড়কপথে (বেনাপোল-পেট্রাপোল) ভারতে ঢোকা হয়, তাহলে পেট্রাপোল অংশের ইমিগ্রেশনে গিয়ে কর্মকর্তাদের কাছে পাসপোর্টসহ সব তথ্য হারিয়ে ফেলার বিষয়টি জানাতে হবে। ইমিগ্রেশন কর্মকর্তারা সার্ভার দেখে পাসপোর্ট নম্বরসহ একটি সার্টিফিকেট দেবেন। সেটি ডেপুটি হাইকমিশনে জমা দিয়ে ট্রাভেল পারমিট নিয়ে দেশে ফিরতে পারবেন ভারতে ঘুরতে যাওয়া বাংলাদেশিরা।
বিদেশ সফরে গেলে সব সময় চেষ্টা করুন নিজের প্রয়োজনীয় কাগজপত্র সাবধানে রাখতে। নানা কারণে বা দুর্ঘটনায় মূল্যবান পাসপোর্টটি হারিয়ে ফেলতে পারেন একজন ভ্রমণকারী। তাই পাসপোর্ট হাতে পাওয়ার পরপরই সেটির বেশ কিছু ফটোকপি এবং স্ক্যান করে আপনার গুগল ড্রাইভ কিংবা মোবাইলে সেভ করে রাখুন।