হোম > জীবনধারা > ভ্রমণ

বিদেশি পর্যটকদের জন্য কঠোর করা হয়েছে বালির আইন

ফিচার ডেস্ক

বিদেশি পর্যটকদের ‘অশোভন আচরণ’ মোকাবিলার জন্য ‘বালিতে অবস্থানরত বিদেশি পর্যটকদের জন্য নতুন নিয়ম’ জারি করেছে ইন্দোনেশিয়ার বালি দ্বীপ কর্তৃপক্ষ। গত ২৪ মার্চ দ্বীপটির গভর্নর ওয়ায়ান কোস্টার এই সার্কুলার জারি করেন। তিনি বলেছেন, ‘বালিতে বিদেশি পর্যটকদের জন্য এই নতুন নির্দেশনা হলো স্থানীয় প্রথা, ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানের প্রতি আন্তরিক সম্মান প্রদর্শনের আহ্বান।’ গভর্নর আরও বলেছেন, ‘আমরা একটি বিশেষ টিম গঠন করেছি। যে বিদেশি পর্যটকেরা অসদাচরণ করবেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

ওয়ায়ান কোস্টারের জারি করা এই নিয়মগুলোর মূল বক্তব্য তুলে ধরা হলো:

  • পবিত্র জায়গাগুলোর প্রতি সম্মান প্রদর্শন।
  • ভদ্রস্থ পোশাক পরিধান করা।
  • বিনয়ী আচরণ।
  • অনলাইনে পর্যটক শুল্ক পরিশোধ।
  • লাইসেন্সপ্রাপ্ত গাইড ও আবাসন ব্যবহারের নিয়ম।
  • ট্রাফিক আইন অনুসরণ।
  • অনুমোদিত আউটলেট থেকে মুদ্রা বিনিময় করা।

পরিবেশ বিষয়ে ভীষণ সচেতন বালিতে হ্রদ, নদীসহ যেখানে-সেখানে বর্জ্য ফেলা কিংবা দূষণ তৈরি করা কঠোরভাবে নিষিদ্ধ। যাঁরা এই বিধিমালা ভাঙবেন, ইন্দোনেশীয় আইনের আওতায় তাঁদের বিচারের মুখোমুখি হতে হবে। নতুন নির্দেশিকায় অনুমতি ছাড়া পবিত্র মন্দির এলাকায় প্রবেশ, আবর্জনা ফেলা, ওয়ান-টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার, অনুপযুক্ত আচরণ, অনুমতি ছাড়া যেকোনো কাজ করা এবং অবৈধ কার্যকলাপের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বালি পুলিশের জনসংযোগ প্রধান সিনিয়র কমিশনার পল আরিয়াসানি নিশ্চিত করেছেন, দ্বীপজুড়ে সব নিরাপত্তা কার্যক্রম এখন পর্যন্ত সুচারুভাবে পরিচালিত হচ্ছে। ঈদের দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে বেদুগুল বোটানিক্যাল গার্ডেন, কুটা, গরুড় বিষ্ণু কেনচানা, সানুর, তানাহ লট, উলুয়াতু, কিন্টামানি, চাঙ্গুসহ বেশ কিছু জনপ্রিয় গন্তব্যে এ নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সূত্র: দ্য বালি সান

কেমন দেখতে চাই দেশের পর্যটনশিল্প

২০২৬ সালে ভ্রমণে যেসব ট্রেন্ড থাকবে

ভ্রমণের ক্ষেত্রে কোন দেশ ব্যয়বহুল, সাশ্রয়ীর তালিকায় রয়েছে কারা

সেরা দশের শীর্ষে ব্যাংকক, তলানিতে কে?

স্বল্প খরচে নেপাল ভ্রমণের ১১ পরামর্শ

নেপালের মহাপরিকল্পনায় এভারেস্ট রক্ষা পাবে তো?

উত্তরের হিম রাজ্যে তুষারবিলাসের রোমাঞ্চ, হিমাঙ্কের নিচে তপ্ত রাত

গ্রামের নাম মহিষখোলা

মাধবকুণ্ড ঝরনার পানিতে বিরল ঝরনাপাখি

বাংলাদেশের পর্যটক কমায় ভারতে নিম্নমুখী আন্তর্জাতিক ভ্রমণকারীর সংখ্যা