হোম > জীবনধারা > ভ্রমণ

প্রথম দুই মাসে ১৪ লাখ পর্যটক

ফিচার ডেস্ক

ছবি: সংগৃহীত

এ বছরের প্রথম দুই মাসে প্রায় ১৪ লাখ পর্যটক ঘুরে গেছেন ভিয়েতনামের ফু কোয়ক দ্বীপ। গত বছর মালদ্বীপের পরেই ফু কোয়ক দ্বীপ আমেরিকান ম্যাগাজিন ‘ট্রাভেল+লেইজারে’র পাঠকদের ভোটে বিশ্বের দ্বিতীয় সুন্দর দ্বীপ নির্বাচিত হয়েছিল। অন্যদিকে ট্রাভেল ম্যাগাজিন ‘ডেস্টিন এশিয়ান’ তাদের বার্ষিক রিডারস চয়েস অ্যাওয়ার্ডসের অংশ হিসেবে এশিয়ার ১০টি সুন্দর দ্বীপের তালিকা ঘোষণা করে। সেখানেও ফু কোয়ক ভিয়েতনামের একমাত্র প্রতিনিধি হিসেবে জায়গা করে নিয়েছিল।

বেস্ট আইল্যান্ড ক্যাটাগরিতে ইন্দোনেশিয়ার বালি, মালদ্বীপ এবং ফিলিপাইনের বোরাকাইয়ের পরেই ফু কোয়ক দ্বীপের অবস্থান। এ বছরের প্রথম দুই মাসে দ্বীপটিতে যাওয়া পর্যটকদের মধ্যে ৩ লাখ ২১ হাজার জন ছিলেন বিদেশি। এই সংখ্যা গত বছরের চেয়ে ৫২ দশমিক ৭ শতাংশ বেশি। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ফু কোয়ক দ্বীপে বিদেশি পর্যটকদের উপস্থিতি গত বছরের বিদেশি দর্শনার্থীদের চেয়ে প্রায় ৩০ শতাংশ বেশি। ভিয়েতনামের সবচেয়ে বড় এই দ্বীপ এ বছর ৭ মিলিয়ন পর্যটককে সেবা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। তাদের এই লক্ষ্য অনুযায়ী, এর মধ্যে বিদেশি পর্যটকের সংখ্যা থাকবে প্রায় ১০ লাখ।

ট্রাভেল প্ল্যাটফর্ম আগোডার এক প্রতিবেদন অনুযায়ী, দ্বীপটি ২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটকদের জন্য জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে। চীনা অভিনেতা ও মার্শাল আর্টিস্ট ভিনসেন্ট ঝাও ফু কোয়ক ভ্রমণ করার পর দ্বীপটির বৈশ্বিক পরিচিতি বেড়েছে।

সূত্র: ভি এন এক্সপ্রেস

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ড নীতিতে বিপাকে ভ্রমণপিয়াসিরা

এ বছরের সেরা ১০ ভ্রমণ গন্তব্য

এই শীতে ঘুরে আসুন বগা লেক ও কেওক্রাডং

সাগরতলের বিচিত্র জগতে শাহেলা

মধ্যপ্রাচ্যের প্রথম আলট্রা-লাক্সারি ট্রেন সৌদি আরবে

দূর যাত্রায় বিমানে কোন সিট নেবেন

ভূরাজনৈতিক আলোচনার বাইরে গ্রিনল্যান্ড পর্যটকদের জন্য কেমন

ভ্রমণ ব্যয় বাড়তে পারে ৫ পর্যটন গন্তব্যে

ভ্রমণে যাওয়ার আগে জানুন এ বছরের ট্রেন্ড

২০২৬ সালে এশিয়ার সেরা দুই ‘ফুড ডেস্টিনেশন’