হোম > জীবনধারা > ভ্রমণ

হোটেল বুক করার আগে

ভ্রমণ ডেস্ক, ঢাকা 

ভ্রমণে কারও দরকার বিলাসবহুল হোটেলের স্বাচ্ছন্দ্য, আবার কারও ভালো লাগে সারা দিন ঘুরে বেড়াতে। কারওবা দরকার বাজেট হোটেল অথবা হোমস্টে। এসব ঝামেলা কমানোর জন্য ভ্রমণে যাওয়ার আগে অনলাইনে থাকার জায়গার বুক করতে অনেকেই পছন্দ করেন। অনলাইনে হোটেল বুক করার আগে কিছু বিষয় বিবেচনায় রাখতে হবে। 

  •  হোটেলের অবস্থান কোথায়, সেটা প্রথমে জেনে নিন। দর্শনীয় জায়গার আশপাশে হোটেলের জায়গা নির্বাচন করুন। 
  •  দর্শনীয় স্থানগুলোর কাছাকাছি হোটেলে থাকলে ভ্রমণে অনেকটা সময় ও খরচ দুটোই বেঁচে যায়।  
  • ওয়েবসাইটের মাধ্যমে হোটেল বুককরতে হোটেলের রেটিং দেখে নিন। 
  • হোটেল খোঁজার সময় প্রয়োজনে এমনভাবে ফিল্টার সেট করুন যেন কেবল ৮-এর বেশি রেটিংয়ের হোটেলের সাজেশন আসে। 
  • সার্ভিস নিয়ে নেতিবাচক রিভিউ থাকলে সেই হোটেল বুক করার ঝুঁকি নেওয়া উচিত নয়। 
  • হোটেলে ঢুকতে যেন বিড়ম্বনায় পড়তে না হয় সে বিষয়ে আগে থেকে জেনে নিন। 
  • জেনে নিতে হবে, হোটেলে ২৪ ঘণ্টা সার্ভিস আছে কি না। 
  • রিলাক্স ভ্রমণের জন্য সার্ভিস সম্পর্কে বিস্তারিত জানতে চান। 
  • হোটেল বুক করার আগে ফিটনেস সেন্টার, সুইমিংপুল বা রেস্টুরেন্টের সুবিধা সম্পর্কে জেনে নিন। 
  • খাদ্যরসিকেরা খাবারের ব্যাপারেও জেনে নিতে পারেন ভালোভাবে। 
  • হোটেলের নিজস্ব ডাইনিং আছে কি না তা জেনে নিতে পারেন।

নেপালের মহাপরিকল্পনায় এভারেস্ট রক্ষা পাবে তো?

উত্তরের হিম রাজ্যে তুষারবিলাসের রোমাঞ্চ, হিমাঙ্কের নিচে তপ্ত রাত

গ্রামের নাম মহিষখোলা

মাধবকুণ্ড ঝরনার পানিতে বিরল ঝরনাপাখি

বাংলাদেশের পর্যটক কমায় ভারতে নিম্নমুখী আন্তর্জাতিক ভ্রমণকারীর সংখ্যা

আকাশে ঘুরে বেড়ানো এক নিঃসঙ্গ বাবার গল্প

হোটেল রুমের পরিচ্ছন্নতা ও শিষ্টাচার

ভ্রমণে এক ব্যাগে সবকিছু রাখলে বিপদ হতে পারে, দেখে নিন কী করবেন

আবুধাবি ভ্রমণের আগে যা জানা জরুরি

২০২৬ সালের জন্য এয়ারবিএনবি-এর পূর্বাভাস