নিরন্তর নিসর্গের অপরূপ সম্মিলনের জনপদ হিসেবে খ্যাত কাপ্তাই। এখানে পাহাড়, নদী মিলেমিশে একাকার। অপরূপ কাপ্তাইয়ে রয়েছে বেশ কয়েকটি দর্শনীয় জায়গা। এসব দর্শনীয় জায়গা ও ঐতিহ্য তুলে ধরতে এবার কাপ্তাইয়ে নির্মিত হলো ‘সুরূপা কাপ্তাই’।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহানের পরিকল্পনা ও বাস্তবায়নে বড়ইছড়ি সদর উপজেলা পরিষদ ভবনের সামনে এই সুরূপা কাপ্তাই স্তম্ভ স্থাপন করা হয়েছে।
সুরূপা কাপ্তাইয়ের অন্যতম বৈশিষ্ট্য হলো, এই স্তম্ভের মাধ্যমে যে কেউ একনজরে কাপ্তাইয়ের মানচিত্রসহ পুরো উপজেলা সম্পর্কে ধারণা নিতে পারবেন। মহকুমা থেকে উপজেলা হিসেবে কাপ্তাইয়ের পরিচিতি আর দর্শনীয় ও বিখ্যাত জায়গাগুলোকে পরিচিত করানোর জন্য এ প্রচেষ্টা। কাপ্তাইয়ের মানচিত্রে ৫টি ইউনিয়নকে আলাদা করে বোঝানো হয়েছে। সবুজ অংশ পাহাড়।
নীল চিহ্ন দিয়ে লেক আর কর্ণফুলী নদীর অবস্থান বোঝানো হয়েছে। আর এর ভেতরে বিভিন্ন পয়েন্টে রয়েছে বিখ্যাত কিছু স্থাপনার অবস্থান। এগুলোর মধ্যে অন্যতম হলো—কাপ্তাই বাঁধ, চিংম্রং বৌদ্ধবিহার, কর্ণফুলী পেপার মিলস, মুক্তি সোপান, কাপ্তাই লাভ পয়েন্ট, ফকির মুরং ঝরনা ইত্যাদি।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান জানান, কাপ্তাইয়ের সৌন্দর্য ও ইতিহাস অনেক পুরোনো। অপরূপ সৌন্দর্যের এই লীলাভূমিকে আরও সহজভাবে তুলে ধরতে তৈরি করা হয়েছে সুরূপা কাপ্তাই।