হোম > জীবনধারা > ভ্রমণ

ভিসা ছাড়া ভ্রমণ: যেসব পাসপোর্ট সবচেয়ে প্রভাবশালী

ভিসা ছাড়া ভ্রমণ—একবার ভাবুন তো, শুধু পাসপোর্ট থাকলেই যদি সারা পৃথিবী ঘুরে আসা যেত! আক্ষরিক অর্থে এমন সুবিধা না থাকলেও বেশ কিছু দেশের পাসপোর্ট দিয়ে বিনা ভিসায় বেশির ভাগ দেশ ভ্রমণ করা যায়। বাংলাদেশের পাসপোর্টধারীদের সেই সুবিধা থাকলেও তা অনেক সীমিত। কোন দেশের পাসপোর্টে ভিসা ছাড়া কতটি দেশ ভ্রমণ করা যায়, সেই বিবেচনায় প্রতিবছর প্রভাবশালী পাসপোর্টগুলোর তালিকা করে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা হেনলি অ্যান্ড পার্টনারস।

ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) তথ্যের ভিত্তিতে তৈরি ‘আর হেনলি পাসপোর্ট ইনডেক্স’ নামে পরিচিত এই সূচকে ২০২৩ সালে সবচেয়ে শীর্ষ অবস্থানে আছে জাপান ও সিঙ্গাপুরের পাসপোর্ট। একক ও যৌথভাবে তালিকার প্রথম থেকে দশম স্থানের দেশগুলোর তথ্য এখানে দেওয়া হলো। বাংলাদেশ এর মধ্যে নেই, তবে এই পাসপোর্টে ৪০টি দেশে ভিসামুক্ত ভ্রমণ করা যায়।

১. জাপান ও সিঙ্গাপুর
জাপান ও সিঙ্গাপুরের পাসপোর্টে সেখানকার নাগরিকেরা ভিসা ছাড়া যেতে পারেন পৃথিবীর ২২৭টি দেশের মধ্যে ১৯৩টিতে। অর্থাৎ, মোট গন্তব্যের শতকরা ৮৫ শতাংশেই ভিসা ছাড়া যেতে পারেন তাঁরা। আগের তালিকায়ও ১৯৩টি দেশে ভিসা ছাড়া যেতে পারার কারণে শীর্ষে ছিল জাপানের পাসপোর্ট। এবার আগের চেয়ে একটি দেশ বেশি ভ্রমণের সুযোগ নিয়ে জাপানের কাতারে এসেছে সিঙ্গাপুরের পাসপোর্ট। টানা পাঁচ বছর ধরে হেনলির এই তালিকায় শীর্ষে জাপান। 

২. দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়ার নাগরিকেরা ভিসা ছাড়া যেতে পারেন ১৯২টি দেশে। গত বছরের হেনলি পাসপোর্ট ইন্ডেক্সের তালিকার দ্বিতীয় স্থানেই ছিল এই দেশের পাসপোর্ট। 

৩. জার্মানি ও স্পেন
জার্মানি ও স্পেনের নাগরিকেরা ভিসা ছাড়া যেতে পারেন ১৯১টি দেশে। ইউরোপের দেশ দুটির পাসপোর্টেরও গতবারের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। তবে একটি করে দেশ ভ্রমণের সুযোগ বেড়েছে।

৪. ফিনল্যান্ড, ইতালি ও লুক্সেমবার্গ
ইউরোপের তিন দেশ ফিনল্যান্ড, ইতালি ও লুক্সেমবার্গের নাগরিকেরা ভিসা ছাড়া যেতে পারেন ১৯০টি দেশে। আগের তালিকায় ভিসা ছাড়া ১৮৯টি দেশে ভ্রমণের সুযোগ ছিল এই দেশগুলোর নাগরিকদের। 

৫. অস্ট্রিয়া, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও সুইডেন
এই দেশগুলোর নাগরিকেরা ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন ১৮৯টি দেশ। ইউরোপের এই চার দেশের পাসপোর্টও আগের তালিকায় ছিল যৌথভাবে পাঁচে। 

৬. ফ্রান্স, আয়ারল্যান্ড, পর্তুগাল ও ইংল্যান্ড
যৌথভাবে ছয়ে অবস্থান করা দেশের সংখ্যা চারটি। ফ্রান্স, আয়ারল্যান্ড, পর্তুগাল ও ইংল্যান্ডের নাগরিকেরা নিজের দেশের পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়া যেতে পারেন ১৮৮টি দেশে। হেনলির আগের তালিকায়ও ছয়ে ছিল দেশগুলোর পাসপোর্ট। 

৭. বেলজিয়াম, চেক রিপাবলিক, নিউজিল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্র 
এই ছয় দেশের নাগরিকেরা ভিসা ছাড়া ঘুরে আসতে পারেন ১৮৭টি দেশ। আগের বছরের তালিকায় চেক রিপাবলিক ছাড়া বাকি পাঁচ দেশের অবস্থান একই ছিল, যৌথভাবে সাতে। তবে ওই পাঁচটি দেশের পাসপোর্টেরই ভিসামুক্ত দেশে যাওয়ার সুবিধা বেড়েছে একটি করে দেশে, আর চেক রিপাবলিকের পাসপোর্টে নতুন দুটি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ মিলেছে। 

৮. অস্ট্রেলিয়া, কানাডা, গ্রিস ও মাল্টা
এই চার দেশের নাগরিকেরা ভিসামুক্ত ভ্রমণ করতে পারেন ১৮৬টি দেশে। আগের বছরের তালিকায়ও যৌথভাবে আটে ছিল এই দেশগুলোর পাসপোর্ট। 

৯. হাঙ্গেরি ও পোল্যান্ড
হাঙ্গেরি ও পোল্যান্ডের নাগরিকেরা ভিসামুক্ত ভ্রমণ করতে পারেন ১৮৫টি দেশে। হাঙ্গেরির পাসপোর্টের অবস্থান ইনডেক্সে একই থাকলেও পোল্যান্ডের এক এগিয়েছে। হাঙ্গেরির পাসপোর্টের আগের ইনডেক্স অনুসারে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ ছিল ১৮৩ দেশে আর পোল্যান্ডের ১৮২ দেশে। 

১০. লিথুনিয়া ও স্লোভাকিয়া
এই দুই দেশের নাগরিকেরা ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন ১৮৪টি দেশ। ইনডেক্সে অবস্থান যৌথভাবে দশম হলেও দুটি দেশের পাসপোর্টেই আগের তালিকার তুলনায় ভিসা ছাড়া দুটি দেশ বেশি ভ্রমণের সুযোগ মিলছে।

আর ভিসা ছাড়া সবচেয়ে কম দেশ ভ্রমণের সুযোগ পাওয়া পাসপোর্ট হচ্ছে আফগানিস্তানের—মাত্র ২৭টি। তালিকার তলানির অপর পাসপোর্টগুলো যথাক্রমে ইরাক, সিরিয়া, পাকিস্তান ও ইয়েমেনের।

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ড নীতিতে বিপাকে ভ্রমণপিয়াসিরা

এ বছরের সেরা ১০ ভ্রমণ গন্তব্য

এই শীতে ঘুরে আসুন বগা লেক ও কেওক্রাডং

সাগরতলের বিচিত্র জগতে শাহেলা

মধ্যপ্রাচ্যের প্রথম আলট্রা-লাক্সারি ট্রেন সৌদি আরবে

দূর যাত্রায় বিমানে কোন সিট নেবেন

ভূরাজনৈতিক আলোচনার বাইরে গ্রিনল্যান্ড পর্যটকদের জন্য কেমন

ভ্রমণ ব্যয় বাড়তে পারে ৫ পর্যটন গন্তব্যে

ভ্রমণে যাওয়ার আগে জানুন এ বছরের ট্রেন্ড

২০২৬ সালে এশিয়ার সেরা দুই ‘ফুড ডেস্টিনেশন’