এ বছরের প্রথমার্ধে বিদেশি পর্যটকদের ভ্রমণ গন্তব্যগুলোর তালিকায় ওপরের দিকে ছিল ভিয়েতনামের ফু কুওক দ্বীপের নাম। ট্রাভেল প্ল্যাটফর্ম আগোডা দ্বীপটিকে ভ্রমণ গন্তব্যের শীর্ষ পাঁচে স্থান দিয়েছে। প্ল্যাটফর্মটি জানায়, জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রায় ৪৫ লাখ পর্যটক ভ্রমণ করেন ভিয়েতনামে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত বুকিং ডেটার ভিত্তিতে প্রকাশিত তালিকায় দেখা গেছে, ছয় মাসে প্রায় ৯ লাখ বিদেশি পর্যটক দ্বীপটি
ভ্রমণ করেছেন। এ সংখ্যা দ্বীপটির ১০ লাখ পর্যটকের লক্ষ্য অর্জনের একেবারে কাছাকাছি পর্যায়ে রয়েছে। ট্রাভেল প্লাস লিজার ম্যাগাজিনের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সেরা ১০টি দ্বীপের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ফু কুওক দ্বীপ।
সূত্র: ভিএন এক্সপ্রেস