হোম > জীবনধারা > নো হাউ

ইউটিউব কোলাবোরেশন কী, কোলাব কেন করবেন

আজকের পত্রিকা ডেস্ক­

কোলাব বা কোলাবোরেশন হলো ইউটিউবের নতুন টুল। ছবি: সংগৃহীত

বর্তমান ডিজিটাল যুগে কনটেন্ট নির্মাণ আর শুধু একক প্রচেষ্টা নয়। একাধিক ক্রিয়েটরের সহযোগিতায় সৃজনশীলতা আরও সমৃদ্ধ হয়। কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে পারস্পরিক সংযোগ ও কাজের সুবিধার্থে ইউটিউব চালু করেছে ‘কোলাবোরেশন ফিচার’। এটি একটি নতুন সুবিধা, যা ক্রিয়েটরদের একই ভিডিওতে একসঙ্গে কাজ করার ও তা নিজ নিজ চ্যানেলে প্রকাশ করার সুযোগ দেয়। ফলে একই ভিডিও দুই বা তার অধিক চ্যানেল থেকে প্রচার হতে পারে, দর্শকসংখ্যা বাড়ে এবং কনটেন্ট রিচ আরও বেশি হয়।

ইউটিউবের আগেও টিকটক ও ইনস্টাগ্রামে এই ফিচার চালু হয়েছে। তবে কোলাব বা কোলাবোরেশন হলো ইউটিউবের নতুন টুল, যার মাধ্যমে একজন ইউটিউবার অন্য একজন ইউটিউবারকে একটি ভিডিওতে কোলাবোরেটর (সহযোগী) হিসেবে যুক্ত করতে পারেন। এই ফিচার ব্যবহার করে একটি ভিডিও দুজন (বা বেশি) ক্রিয়েটরের চ্যানেলে প্রকাশ করা সম্ভব হয়, যদিও মূল ভিডিও একটিই।

তবে একজন নির্মাতা চাইলেই যেকোনো নির্মাতাকে কোলাবোরেটর হিসেবে ট্যাগ করতে পারবেন না। নির্দিষ্ট কোলাবোরেটর যদি কোলাবোরেশনের আমন্ত্রণ গ্রহণ করেন, তবেই কেবল তাঁকে আনুষ্ঠানিকভাবে সহনির্মাতা হিসেবে ট্যাগ করা যাবে।

মূল নির্মাতার নামের ওপর ক্লিক করলে পর্দায় একটি পপ-আপ উইন্ডো আসবে, যেখানে ভিডিওটিতে ট্যাগ করা কোলাবোরেটরদের নামের তালিকা দেখা যাবে। সেখানে প্রতিটি কোলাবোরেটরের নামের পাশে সাবস্ক্রাইব বাটনও থাকবে, যাতে দর্শকেরা চাইলে তাঁদের চ্যানেলকে অনুসরণ করতে পারেন।

কোলাবোরেশন ফিচারের গুরুত্ব

  • ভিডিওটি দুজনের চ্যানেলেই দেখা যাবে। ফলে এক চ্যানেলকে অন্য চ্যানেলের সাবস্ক্রাইবারেরা চিনতে পারবেন।
  • উভয়ের সাবস্ক্রাইবারদের কাছে ভিডিওটি রিকমেন্ডেড হবে।
  • কমেন্ট ও ভিউস শেয়ার করা হবে। ফলে কোনো বড় চ্যানেলর সঙ্গে যুক্ত হলে নিজের চ্যানেলের ভিউ বাড়ার সম্ভাবনা থাকে।
  • ক্রেডিট উভয় পক্ষই পাবে।

উল্লেখ্য, ইউটিউবের কোলাবোরেশন ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। মিস্টার বিস্টের মতো বড় চ্যানেলে ফিচারটি দেখা গেছে।

ল্যাপটপ ভিজে গেলে যা করবেন ও যা করবেন না

মোবাইল ডেটা সাশ্রয়ে ফোনের ‘অটো আপডেট’ বন্ধ করবেন যেভাবে

নতুন না পুরোনো ফোন কিনছেন, বুঝবেন যেভাবে

স্মার্টফোনে ওয়াই-ফাই সংযোগ না পেলে করণীয়

ফোনে নেটওয়ার্ক সমস্যা হলে করণীয়

অ্যান্ড্রয়েড ফোনের চার্জ দ্রুত শেষ হওয়ার কারণ, সমাধান কী

আইফোনে বাটন চারটি কেন, কোনটির কী কাজ

টিকটকের ট্রেন্ডিং বিষয় খুঁজে পাবেন যেভাবে

টিকটক প্রোফাইলের কিউআর কোড কেন ও কীভাবে তৈরি করবেন

টিকটকের অটো স্ক্রল ফিচারের সুবিধা কী