হোম > জীবনধারা > নো হাউ

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রাইভেট করবেন যেভাবে

আজকের পত্রিকা ডেস্ক­

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রাইভেট করা খুব সহজ। ছবি: নাইন টু ফাইভ ম্যাক

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ছবি, ভিডিও ও ব্যক্তিগত মুহূর্তগুলো শেয়ার করা এখন অনেকের নিত্যদিনের অভ্যাস। তবে নিরাপত্তার কারণে নিজের তথ্য ও ব্যক্তিগত কনটেন্ট সবাইকে দেখাতে অনেকেরই ভালো লাগে না। তাই কিছু ব্যবহারকারী চান যেন তাঁদের পোস্ট শুধু নির্দিষ্ট কিছু মানুষ দেখতে পারেন—সেই জায়গা থেকেই আসে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘প্রাইভেট’ করার প্রয়োজনীয়তা। প্রাইভেট অ্যাকাউন্ট আপনাকে আরও বেশি গোপনীয়তা ও নিয়ন্ত্রণ দেয়, যা ডিজিটাল নিরাপত্তার জন্য খুবই জরুরি।

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রাইভেট করা খুব সহজ। নিজের অ্যাকাউন্ট প্রাইভেট করতে চাইলে নিচের ধাপগুলো অনুসরণ করুন—

১. প্রথমে স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে।

২. নিচে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে।

৩. পরের পেজে ওপরে ডান দিকে থাকা তিনটি রেখা বা হ্যামবার্গার মেনুতে ট্যাপ করতে হবে। ফলে একটি মেনু চালু হবে।

৪. মেনু থেকে স্ক্রল করে ‘হু ক্যান সি ইউর কনটেন্ট’-এর নিচে থাকা অ্যাকাউন্ট প্রাইভেসি অপশন দেখা যাবে।

৫. অ্যাকাউন্ট পাবলিক করা থাকলে এর পাশে পাবলিক লেখা দেখা যাবে। এবার অপশনটিতে ট্যাপ করে পরবর্তী পেজে যেতে হবে। সেখানে প্রাইভেট অ্যাকাউন্টের পাশে থাকা টগলটি চালু করে দিতে হবে।

৬. এরপর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পাবলিক থেকে প্রাইভেট হয়ে যাবে।

ল্যাপটপ ভিজে গেলে যা করবেন ও যা করবেন না

মোবাইল ডেটা সাশ্রয়ে ফোনের ‘অটো আপডেট’ বন্ধ করবেন যেভাবে

নতুন না পুরোনো ফোন কিনছেন, বুঝবেন যেভাবে

স্মার্টফোনে ওয়াই-ফাই সংযোগ না পেলে করণীয়

ফোনে নেটওয়ার্ক সমস্যা হলে করণীয়

অ্যান্ড্রয়েড ফোনের চার্জ দ্রুত শেষ হওয়ার কারণ, সমাধান কী

আইফোনে বাটন চারটি কেন, কোনটির কী কাজ

টিকটকের ট্রেন্ডিং বিষয় খুঁজে পাবেন যেভাবে

টিকটক প্রোফাইলের কিউআর কোড কেন ও কীভাবে তৈরি করবেন

টিকটকের অটো স্ক্রল ফিচারের সুবিধা কী