হোম > জীবনধারা > নো হাউ

ইনস্টাগ্রামের ইউজারনেম পরিবর্তন করবেন যেভাবে

আজকের পত্রিকা ডেস্ক­

ইনস্টাগ্রামে ইউজারনেম পরিবর্তন করা খুব সহজ। ছবি: সিনেট

আজকের ডিজিটাল যুগে ইনস্টাগ্রাম শুধু ছবি শেয়ার করার জায়গা নয়, বরং এটি হয়ে উঠেছে আমাদের ব্যক্তিত্ব, আগ্রহ ও পেশাগত পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। আর এই পরিচয়ের অন্যতম প্রধান দিক হলো, আপনার ইনস্টাগ্রাম ইউজারনেম—যেটি প্রোফাইলে প্রথমে চোখে পড়ে। আপনি যদি প্রোফাইলকে আকর্ষণীয় করে তুলতে চান, তাহলে একটি উপযুক্ত ইউজারনেম নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনেকে প্রথমবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে গিয়ে তাড়াহুড়া করে একটি ইউজারনেম বেছে নেন, যা হয়তো তখন ঠিক মনে হলেও সময়ের সঙ্গে আর মানানসই থাকে না। তাই পরে ইউজারনেম পরিবর্তনের প্রয়োজন হতে পারে।

ইনস্টাগ্রামে ইউজারনেম পরিবর্তন করা খুব সহজ। কয়েকটি ধাপে কাজটি করা যায়। তবে ইউজারনেম পরিবর্তন করলে আপনার ফলোয়ারদের মধ্যে এবং আগের লিংকগুলোতে প্রভাব পড়তে পারে। তাই এমন একটি নাম নির্বাচন করুন, যা আপনার বর্তমান পরিচয়ের সঙ্গে মানানসই।

ইউজারনেম পরিবর্তনের আগে যেসব বিষয় জানতে হবে—

  • একবার ইউজারনেম পরিবর্তন করলে তা ১৪ দিন পার হওয়ার আগে পরিবর্তন করা যাবে না।
  • ৩০ মিনিটে ৫ বার ইউজারনেম এডিট করা যাবে।

অ্যান্ড্রয়েডে ইউজারনেম পরিবর্তনের ধাপ

১. আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে ইনস্টাগ্রাম অ্যাপ চালু করুন। যে অ্যাকাউন্টের ইউজারনেম পরিবর্তন করতে চান, সেটিতে লগইন করুন।

২. অ্যাপে ঢোকার পর নিচের ডান কোনায় থাকা আপনার প্রোফাইল ছবিতে ট্যাপ করুন। এতে আপনার প্রোফাইল পেজে চলে যাবেন।

৩. প্রোফাইল পেজে আপনার বায়ো ও প্রোফাইল ছবির নিচে থাকা ‘এডিট প্রোফাইল’ বাটনে ট্যাপ করুন।

৪, ‘ইউজারনেম’ ঘরে আপনার পুরোনো ইউজারনেম মুছে নতুন একটি ইউজারনেম লিখুন। যদি ইউজারনেমটি পাওয়া যায়, তাহলে সবুজ চিহ্ন দেখা যাবে।

৫. নতুন ইউজারনেম লেখার পর ওপরের ডান কোনায় থাকা ‘সেভ’ বা ‘টিক চিহ্ন’ আইকনে ট্যাপ করুন। এখন থেকে আপনার প্রোফাইলে নতুন ইউজারনেম দেখা যাবে।

আইফোনে ইউজারনেম পরিবর্তনের ধাপ

১. আইফোনে ইনস্টাগ্রাম অ্যাপ খুলুন। যে অ্যাকাউন্টে ইউজারনেম পরিবর্তন করতে চান, সেটিতে লগইন করুন।

২. অ্যাপের নিচের ডান পাশে থাকা প্রোফাইল আইকনে ট্যাপ করুন।

৩. প্রোফাইল ছবির নিচে থাকা ‘এডিট প্রোফাইল’ বাটনে ট্যাপ করুন।

৪. ‘ইউজারনেম’ ঘরে পুরোনো ইউজারনেম মুছে নতুনটি লিখুন। ইনস্টাগ্রাম স্বয়ংক্রিয়ভাবে দেখে নেবে নামটি অন্য কেউ ব্যবহার করছে কি না। সবুজ চিহ্ন দেখলে বুঝবেন নামটি ব্যবহার করতে পারবেন।

৫. সবকিছু ঠিক হলে ওপরের ডান পাশে থাকা ‘ডান’ বা ‘সবুজ’ আইকনে ট্যাপ করুন। আপনার ইউজারনেম আপডেট হয়ে যাবে।

ল্যাপটপ ভিজে গেলে যা করবেন ও যা করবেন না

মোবাইল ডেটা সাশ্রয়ে ফোনের ‘অটো আপডেট’ বন্ধ করবেন যেভাবে

নতুন না পুরোনো ফোন কিনছেন, বুঝবেন যেভাবে

স্মার্টফোনে ওয়াই-ফাই সংযোগ না পেলে করণীয়

ফোনে নেটওয়ার্ক সমস্যা হলে করণীয়

অ্যান্ড্রয়েড ফোনের চার্জ দ্রুত শেষ হওয়ার কারণ, সমাধান কী

আইফোনে বাটন চারটি কেন, কোনটির কী কাজ

টিকটকের ট্রেন্ডিং বিষয় খুঁজে পাবেন যেভাবে

টিকটক প্রোফাইলের কিউআর কোড কেন ও কীভাবে তৈরি করবেন

টিকটকের অটো স্ক্রল ফিচারের সুবিধা কী