বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে যোগাযোগের মাধ্যমগুলো যেমন সহজ হয়েছে, তেমনি নিরাপত্তা ও সুবিধার জন্য নতুন নতুন ফিচারও যুক্ত হয়েছে। এমন একটি গুরুত্বপূর্ণ ফিচার হলো মেসেঞ্জারের লাইভ লোকেশন শেয়ারিং। ফেসবুকের মেসেঞ্জার অ্যাপে সুবিধাটি ব্যবহারকারীদের নিজ অবস্থান সরাসরি বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ দেওয়া হয়। দিকনির্দেশনার ক্ষেত্রে অচেনা জায়গায় পরিচয় করিয়ে দেওয়ার জন্য বা নিরাপত্তার স্বার্থে এটি বেশ কার্যকর একটি ফিচার।
মেসেঞ্জারে লাইভ লোকেশন যাঁর সঙ্গে শেয়ার করা হবে, সে ব্যক্তি আপনার অবস্থান ৬০ মিনিট বা ১ ঘণ্টা পর্যন্ত সরাসরি দেখতে পারবেন। ফিচারটি খুব দ্রুত চালু করা যায়।
মেসেঞ্জারে নিজের লাইভ লোকেশন শেয়ার করবেন যেভাবে
১. স্মার্টফোনে মেসেঞ্জার চালু করুন।
২. যে চ্যাটে লাইভ লোকেশন শেয়ার করতে চান, সেটি চালু করুন।
৩. এখন নিচের বাঁ পাশে থাকা ‘প্লাস’ আইকনে ট্যাপ করুন।
৪. এবার লোকেশন আইকনে ট্যাপ করুন।
৫. প্রথমবার এ ফিচার চালুর ক্ষেত্রে মেসেঞ্জার ফোনের জিপিএস চালু করার জন্য অনুমতি চাইবে। তাই অনুমতি দিতে ‘টার্ন অন’ বাটনে ট্যাপ করুন।
৬. এখন একটি ম্যাপ দেখা যাবে। ম্যাপে ডিভাইসে, অর্থাৎ আপনার লোকেশন দেখা যাবে।
৭. লাইভ লোকেশন শেয়ারের জন্য ‘স্টার্ট শেয়ারিং লাইভ লোকেশন ফর ৬০ মিনিটস’ অপশনে ট্যাপ করুন। এভাবে ৬০ মিনিটের জন্য আপনার লোকেশন কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে শেয়ার হবে।
৮. লোকেশন শেয়ার বন্ধ করার জন্য ‘স্টপ শেয়ারিং লাইভ লোকেশন’ অপশনে ট্যাপ করুন।
যতক্ষণ লোকেশন শেয়ার করবেন, ততক্ষণ ফোনে ইন্টারনেট সংযোগ ও জিপিএস চালু থাকতে হবে। ইন্টারনেটের সংযোগ বন্ধ হলে বা জিপিএস বন্ধ হলে লোকেশন শেয়ারিং বন্ধ হয়ে যাবে।