হোম > জীবনধারা > নো হাউ

ইউটিউব ভিডিও শিডিউল করবেন যেভাবে

আজকের পত্রিকা ডেস্ক­

ইউটিউব চ্যানেল সংশ্লিষ্ট গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করুন। ছবি: হেল্প ডেস্ক গিক

ইউটিউব কনটেন্ট তৈরি করা যতটা গুরুত্বপূর্ণ, তা সঠিক সময়ে দর্শকদের সামনে উপস্থাপন করাও ততটা জরুরি। বিশেষ করে যাঁরা নিয়মিত ভিডিও বানান বা পেশাদার কনটেন্ট ক্রিয়েটর হিসেবে ইউটিউবে কাজ করছেন, তাঁদের জন্য সময় ব্যবস্থাপনা ও ধারাবাহিকতা বজায় রাখা অত্যন্ত প্রয়োজনীয়। আর এই কাজ সহজ করে তোলে ইউটিউবের ‘ভিডিও শিডিউল’ ফিচারটি।

ভিডিও শিডিউল করার সুবিধা হলো, আপনি যখন খুশি ভিডিও তৈরি করে রাখতে পারবেন এবং সেটি আগে থেকে নির্ধারিত সময় অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে প্রকাশিত হবে। ফলে আপনার সময়কে আরও কার্যকরভাবে ব্যবহার করতে পারবেন এবং দর্শকের কাছেও একটি নির্দিষ্ট সময় ধরে কনটেন্ট পৌঁছানো যাবে।

ডেস্কটপে এর মাধ্যমে

১. কোনো ব্রাউজার থেকে ইউটিউব স্টুডিও ওয়েবসাইটে প্রবেশ করুন।

২. ইউটিউব চ্যানেল সংশ্লিষ্ট গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করুন।

৩. ওপরের ক্রিয়েট বাটনে ক্লিক করুন।

৪. এরপর ওপরের ‘আপলোড ভিডিওস’ অপশনটি বেছে নিন।

৫. ভিডিওর শিরোনাম, ডেসক্রিপশন, থাম্বনেইল ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য যুক্ত করুন।

৬. বাঁ পাশে থাকা ‘ভিজিবিলিটি’ ট্যাবে ক্লিক করুন।

৭. এখন ‘সেভ বা পাবলিশ’ অপশনের পরিবর্তে ‘শিডিউল’ অপশনটি নির্বাচন করুন।

৮. এবার আপনি ভিডিওটি কখন প্রকাশ করতে চান, সেই তারিখ ও সময় নির্বাচন করুন।

৯. সবশেষে ‘শিডিউল’ বাটনে বোতামে ক্লিক করে ভিডিওটি নির্ধারিত সময়ে প্রকাশের জন্য শিডিউল করুন।

মোবাইলে অ্যাপের মাধ্যমে

১. আপনার ফোন বা ট্যাবলেটে ইউটিউব অ্যাপটি খুলুন।

২. নিচের ‘+’ আইকনে ট্যাপ করুন এবং ‘আপলোড এ ভিডিও’ অপশনটি নির্বাচন করুন।

৩. ভিডিওর শিরোনাম ও ডেসক্রিপশন লিখুন।

৪. এবার ভিজিবিলিটি অপশনে ট্যাপ করুন।

৫. এরপর ‘শিডিউল’ অপশনে ট্যাপ করুন।

৬. আপনি ভিডিওটি কখন প্রকাশ করতে চান, সেই তারিখ ও সময় ঠিক করুন।

৭. সবশেষে ‘শিডিউল’ বাটনে ট্যাপ করে ভিডিওটি নির্ধারিত সময়ে আপলোড হওয়ার জন্য সেট করুন।

ল্যাপটপ ভিজে গেলে যা করবেন ও যা করবেন না

মোবাইল ডেটা সাশ্রয়ে ফোনের ‘অটো আপডেট’ বন্ধ করবেন যেভাবে

নতুন না পুরোনো ফোন কিনছেন, বুঝবেন যেভাবে

স্মার্টফোনে ওয়াই-ফাই সংযোগ না পেলে করণীয়

ফোনে নেটওয়ার্ক সমস্যা হলে করণীয়

অ্যান্ড্রয়েড ফোনের চার্জ দ্রুত শেষ হওয়ার কারণ, সমাধান কী

আইফোনে বাটন চারটি কেন, কোনটির কী কাজ

টিকটকের ট্রেন্ডিং বিষয় খুঁজে পাবেন যেভাবে

টিকটক প্রোফাইলের কিউআর কোড কেন ও কীভাবে তৈরি করবেন

টিকটকের অটো স্ক্রল ফিচারের সুবিধা কী