হোম > জীবনধারা > নো হাউ

মেসেঞ্জার গ্রুপ চ্যাটে একাধিক অ্যাডমিন যুক্ত করবেন যেভাবে

আজকের পত্রিকা ডেস্ক­

এভাবে খুব সহজেই মেসেঞ্জার গ্রুপে অ্যাডমিন যুক্ত করা যাবে। ছবি: সার্চ ইঞ্জিন জার্নাল

দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। বিশেষ করে ফেসবুক মেসেঞ্জারের গ্রুপ চ্যাট আমাদের পরিবার, বন্ধু বা সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে সাহায্য করে। তবে মেসেঞ্জার গ্রুপকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য একাধিক অ্যাডমিন থাকা প্রয়োজন। অ্যাডমিনরা গ্রুপের সদস্য নিয়ন্ত্রণ, সেটিংস পরিবর্তন এবং অন্য গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পাদন করতে পারেন। তাই অনেক সময় গ্রুপে নতুন অ্যাডমিন যুক্ত করার প্রয়োজনীয়তা দেখা যায়।

গ্রুপ চ্যাটে অ্যাডমিন খুব সহজেই যুক্ত করা যায়। মাত্র কয়েক মিনিটের মধ্যেই গ্রুপ চ্যাটে নতুন অ্যাডমিন যোগ করা যায়।

মেসেঞ্জার গ্রুপে অ্যাডমিন যুক্ত করবেন যেভাবে

১. স্মার্টফোন থেকে মেসেঞ্জার চালু করুন।

২. এরপর স্ক্রল করে কাঙ্ক্ষিত গ্রুপ খুঁজে বের করুন বা ওপরের সার্চ বারে গ্রুপে নাম লিখুন।

৩. এখন গ্রুপ চ্যাটটির ওপর ট্যাপ করুন।

৪. এবার বাঁ পাশের ওপরের দিকে থাকা গ্রুপের নামের ওপর ট্যাপ করুন। ফলে গ্রুপের সেটিংস চালু হবে।

৫. এখন নিচের দিকে স্ক্রল করে ‘সি মেম্বারস’ অপশনে ট্যাপ করুন। ফলে গ্রুপ চ্যাটের সব সদস্যদের দেখা যাবে।

৬. যে গ্রুপ সদস্যকে অ্যাডমিন হিসেবে যুক্ত করতে চান তার নামের ওপর ট্যাপ করুন। এর ফলে নতুন মেনু চালু হবে।

৭. মেনু থেকে ‘ইনভাইট অ্যাজ অ্যাডমিন’ অপশনে ট্যাপ করুন।

৮. এখন ‘অ্যাড’ বাটনে ট্যাপ করুন।

এভাবে খুব সহজেই অ্যাডমিন যুক্ত করা যাবে।

ল্যাপটপ ভিজে গেলে যা করবেন ও যা করবেন না

মোবাইল ডেটা সাশ্রয়ে ফোনের ‘অটো আপডেট’ বন্ধ করবেন যেভাবে

নতুন না পুরোনো ফোন কিনছেন, বুঝবেন যেভাবে

স্মার্টফোনে ওয়াই-ফাই সংযোগ না পেলে করণীয়

ফোনে নেটওয়ার্ক সমস্যা হলে করণীয়

অ্যান্ড্রয়েড ফোনের চার্জ দ্রুত শেষ হওয়ার কারণ, সমাধান কী

আইফোনে বাটন চারটি কেন, কোনটির কী কাজ

টিকটকের ট্রেন্ডিং বিষয় খুঁজে পাবেন যেভাবে

টিকটক প্রোফাইলের কিউআর কোড কেন ও কীভাবে তৈরি করবেন

টিকটকের অটো স্ক্রল ফিচারের সুবিধা কী