হোম > জীবনধারা > ফিচার

শখের জিনিসে টাকা অপচয় হচ্ছে না তো

ফিচার ডেস্ক

ছবি: সংগৃহীত

শখের জিনিসের পেছনে অনেক সময় বেহিসাবি টাকা খরচ হয়ে যায়। সে ক্ষেত্রে অন্য খাতে ঝামেলায় পড়তে হয়। তবে কি শখের জিনিস কেনা বাদ যাবে? না, শখের জিনিসও থাকবে। তবে টাকা অপচয় রোধ করতে কিছুটা কৌশলী হতে হবে।

মানি ম্যানেজমেন্টের জন্য প্রথম ধাপ বাজেট পরিকল্পনা। এ জন্য মোট আয় থেকে কত খরচ হতে পারে বা হবে, এটা আগে হিসাব করতে হবে। যেমন বাসাভাড়া, বিদ্যুৎ, গ্যাস, পানি, পরিবহন, খাদ্য, শিশু, ওষুধ ইত্যাদি নিয়মিত খরচ আলাদা করে রাখতে হবে। এরপর বাকি টাকা তিন ভাগ করে এক ভাগ সেভিংস, এক ভাগ ইমার্জেন্সি ফান্ড এবং আরেক ভাগ দিয়ে মাসে টুকটাক শখ পূরণ করতে পারেন।

যেকোনো জিনিস ভালো লাগলেই সঙ্গে সঙ্গে সেটা কিনে ফেলা ঠিক নয়। কিছুদিন অপেক্ষা করে আরও কিছু দেখে তারপর কেনা উচিত। আবার অনেক জিনিস এমন থাকে যে কোনোভাবেই সেখান থেকে নিজেকে সরানো যাচ্ছে না। সে ক্ষেত্রে তা আলাদাভাবে উইশলিস্টে রেখে দেওয়া উচিত। সময়

ও বাজেট বিবেচনায় রেখে উইশলিস্ট থেকে একটা একটা করে জিনিস কেনা উচিত। অবশ্যই অনেক জিনিস একসঙ্গে কিনে ফেলার প্রবণতা বাদ দিতে হবে। মাসে একটা বা দুইটা জিনিসের বেশি একবারে না কেনা ভালো। মাঝে মাঝে দু-তিন মাসের বিরতি নিতে পারেন।

ফুলে ফুলে রঙিন হোক বারান্দা

জেনে নিন, স্থায়ীভাবে কোন জায়গাগুলোর ওপর দিয়ে বিমান চলে না

ডিজনির রাজকুমারীরা: রূপকথার হাত ধরে প্রজন্মের শিক্ষা

হাওয়া বদল: সুস্থ থাকার ম্যাজিক দাওয়াই কি হারিয়ে গেল?

বিয়ে করলে নাগরিকত্ব পাবেন যেসব দেশের

ডলারের জন্ম যে শহরে

মন শান্ত রাখে ইনডোর প্ল্যান্ট

রুক্ষতা থেকে চুলকে বাঁচাবেন যেভাবে

বিশ্বের সবচেয়ে কম বয়সী ‘রাষ্ট্রপ্রধান’ ড্যানিয়েল জ্যাকসনের দেশের নাম কী?

পাসপোর্টের ইতিকথা: লাল, নীল কিংবা সবুজ বইটি যেভাবে এল