হোম > জীবনধারা > জেনে নিন

ঈদে বাড়ি যাওয়ার আগে এই কাজগুলি করুন

ঈদে ঢাকা ও অন্যান্য বড় শহর থেকে গ্রামের বাড়ি কিংবা নিজেদের শহরে ফেরার তোড়জোড় শুরু হয়েছে। বাস, ট্রেন, লঞ্চ কিংবা প্লেনের টিকিট বুকিং শেষ কিংবা শেষ পর্যায়ে। ঈদে যেখান থেকেই বাড়ি যান না কেন, কিছু বিষয় খেয়াল রাখুন।

  • ঘর ভালোমতো পরিষ্কার করে পুরোনো চাদর বা ওড়না দিয়ে আসবাব ঢেকে রাখুন। এতে ধুলোবালি থেকে মুক্ত থাকবে সেগুলো।
  • বেসিন, স্নানঘর ও ঘরের কোণে ন্যাপথলিন রেখে যাওয়ার চেষ্টা করুন। এতে অস্বস্তিকর গন্ধ আর পোকামাকড় থেকে রেহাই পাবেন।
  • বাসা থেকে বের হওয়ার আগে বিদ্যুৎ ও গ্যাসের মেইন সুইচ বন্ধ করে দিন।
  • মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন, ফ্রিজ, মোবাইল ফোনসহ সব ধরনের চার্জারের প্লাগ খুলে রেখে যান।
  • ফ্রিজ ও ময়লার ঝুড়ি খালি করে যান।
  • বাড়ির গাছগুলোতে পর্যাপ্ত পানি দিয়ে যান, যাতে সেগুলো বেঁচে থাকে। প্রয়োজনে গাছে পানি দেওয়ার আধুনিক এক্সেসরিজের ব্যবস্থা করুন।
  • পোষা প্রাণী থাকলে খালি বাসায় রেখে যাবেন না। সম্ভব হলে তাকে সঙ্গে করে নিয়ে যান অথবা পরিচিত কারও বাসায় রেখে যান। তাদের জন্য পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করে যান।
  • বাড়ি যাওয়ার আগে দরজা-জানালা ঠিকঠাক বন্ধ করুন। প্রতিটি ঘরের দরজা এবং বারান্দার দরজা মূলক করে যান। বাসার মূল দরজায় তালা ঠিকভাবে লাগানো হয়েছে কে না—সেটা ভালো করে দেখে নিন।

ঘরে সঠিক লাইটিং করতে যে ১০টি ভুল করবেন না

যে ৪ অমিল দাম্পত্য সম্পর্ক ভাঙার কারণ

একই সম্পর্কে বারবার ফিরে আসা কেন?

আজকের রাশিফল: চোখাচোখি হওয়ার প্রবল সম্ভাবনা, বসের নেক নজরে পড়বেন

কৈশোরের প্রেম ও সহিংসতা নিয়ে সন্তানদের সঙ্গে কথা বলুন

চল্লিশে বাঁচুন প্রাণখুলে

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শীতে গোলাপের পরিচর্যা করবেন যেভাবে

বাসা বদলের প্যাকিং: জেনে নিন নিয়মগুলো

জীবনে ভালো থাকতে চাইলে যা করবেন, যা করবেন না