হোম > জীবনধারা > যত্নআত্তি

চামড়ার জুতার যত্নআত্তি

ফিচার ডেস্ক

ছবি: সংগৃহীত

একটু দাম দিয়ে চামড়ার জুতা কিনতে অনেকে স্বচ্ছন্দবোধ করেন। এই জুতা টেকে অনেক দিন। তবে এটাও ঠিক, অযত্নে রাখলে চামড়ার জুতাও কম সময়ে নষ্ট হয়ে যেতে পারে। জুতার যত্নে যা করবেন:

» জুতা ভিজলে দ্রুত শুকাতে হবে: কোনো কারণে চামড়ার জুতা ভিজলে দ্রুত শুকানোর ব্যবস্থা করতে হবে। তবে অতিরিক্ত তাপে এ ধরনের জুতা শুকাবেন না। ফ্যানের বাতাসে শুকিয়ে নিলে ভালো।

» পরার আগে ব্রাশ করুন: জুতা টেকসই রাখতে এবং চকচকে ভাব ধরে রাখতে জুতা থেকে ধুলাবালু দূরে রাখতে হবে। এ কাজে ব্রাশ ব্যবহার করা ভালো।

» নিয়মিত পলিশ: চামড়ার জুতা নিয়মিত পলিশ করতে হবে। সব সময় ক্রিম পলিশ ব্যবহার করতে হবে এবং জুতার রঙের সঙ্গে মিলিয়ে পলিশ ব্যবহার করতে হবে। এতে জুতা ভালো থাকবে।

» আবদ্ধ জায়গায় রাখবেন না: অনেক দিন ধরে পরা হয় না এমন চামড়ার জুতা অনেকে বাক্সে রাখেন। তবে দীর্ঘদিন বাক্সে রাখলে চামড়ার জুতা ও স্যান্ডেল নষ্ট হয়ে যেতে পারে। আলো-বাতাস চলাচল করে এমন জায়গায় রাখলে ভালো থাকবে।

» কয়েক জোড়া জুতা মিলিয়ে পরুন: প্রতিদিন একই জুতা পরে বাইরে যাবেন না। দুই বা তিন জোড়া জুতা মিলিয়ে পরুন। এক জোড়া জুতা বহু ব্যবহারে দ্রুত নষ্ট হয়ে যাবে, তা সে যতই যত্ন নিন না কেন।

» কাদা লাগলে: চামড়ার জুতায় কাদা লাগলে বাড়ি ফিরে সবার আগে কাদা অপসারণ করতে হবে। এ জন্য শুকনো কাপড় দিয়ে মুছতে হবে। পরে কুসুম গরম পানিতে ভেজানো কাপড় দিয়ে আবার মুছে নিতে হবে।

সূত্র: টাইম নাও নিউজ

এই ডিসেম্বরে চুলের যত্নে যে বিষয়গুলো অবশ্যই মেনে চলবেন

শীতে ত্বক ভালো রাখবে যে ৫ ফল

শীতে পোষা প্রাণীর যত্ন নিতে যা করবেন

শীতকালে ৫ উপায়ে গাছের যত্ন

শীতের পোশাকগুলো ব্যবহারের আগে

উৎসবের পর ত্বক ও চুলের ক্ষতি সারাতে

মাথার ত্বক ও চুলের যত্নে সরিষার তেল, ব্যবহারের যত উপায়

রাতের রূপরুটিন

ত্বক ও চুলের যত্নে কার্যকরী তিন পাতা

কিচেন যত্নআত্তি