হোম > জীবনধারা > যত্নআত্তি

ঈদের ছুটিতে ঘরে তৈরি মাত্র দুটি প্যাক ব্যবহারেই পান তামান্না ভাটিয়ার মতো সুন্দর ত্বক

সানজিদা সামরিন, ঢাকা 

ছবি: সংগৃহীত

বলিউড, তেলেগু ও তামিল সিনেমার অভিনেত্রী তামান্না ভাটিয়াকে যতবারই স্ক্রিনে দেখেছেন, নিশ্চয়ই ততবারই তার ভুবনভোলানো ত্বকের প্রশংসা করেছেন। এমন দুধে আলতা পেলব ত্বকের রহস্য কী তা জানতেও ভক্তদের উৎসাহের কমতি নেই। এত সুন্দর ত্বকের গোপন রহস্য খুঁজতে গিয়ে জানান যায়, মায়ের দেওয়া টিপসই তার কাছে সেরা। ২০২২ সালে ভোগ ইন্ডিয়াকে এই তারকা জানান, মায়ের কাছ থেকে জেনে নেওয়া টোটকাই তার ভরসা। তার ত্বক সুন্দর রাখতে নিয়মিত যে দুটো প্যাক ব্যবহার করেন, তার বিস্তারিতও তিনি জানান।

তিনি বলেন, ত্বক সুন্দর রাখতে ত্বকের মরাকোষ ঝরানো খুব জরুরি। এরপর ত্বক যেন ভেতর থেকে পরিচ্ছন্ন থাকে সেদিকে নজর দেওয়া। এমন প্যাক ব্যবহার করতে হবে যেগুলো ত্বকের নমনীয়তাও ধরে রাখে।

তামান্না ভাটিয়া। ছবি: ফেসবুক

এক্সফলিয়েটিং স্ক্রাব প্যাক

এক চা চামচ চন্দন গুঁড়ো, এক চা চামচ কফি ও এক চা চামচ মধু একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করুন। এই প্যাক মুখে লাগিয়ে কয়েক মিনিট ম্যাসাজ করে রাখুন ১০ মিনিট। এরপর কুসুম গরম পানিতে মুখ ধুয়ে নিন। এই মাস্ক ব্যবহারে মরাকোষ ঝরে গিয়ে ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ও মসৃণ।

তামান্না ভাটিয়া। ছবি: ফেসবুক

ময়শ্চারাইজিং ফেস প্যাক

প্রয়োজনমতো গোলাপজল, বেসন ও ঠান্ডা টকদই একসঙ্গে নিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এই প্যাক মুখ, গলা, ঘাড়সহ পুরো শরীরে ব্যবহার করা যাবে। ত্বকে প্রলেপ দেওয়ার পর অপেক্ষা করুন শুকিয়ে যাওয়া পর্যন্ত। এরপর কুসুম গরম পানি ও তোয়ালে দিয়ে রগড়ে রগড়ে ধুয়ে ফেলুন। এই প্যাক ত্বক শীতল রাখে, ত্বকের লালচেভাব দূর করে ও ত্বককে রাখে আর্দ্র। এই প্যাক তোলার পর মুখে গোলাপজল ও পানির মিশ্রণ স্প্রে করলে আরও বেশি উপকার পাওয়া যাবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস, ভোগ ইন্ডিয়া

এয়ার ফ্রায়ার পরিষ্কার রাখবেন যেভাবে

দীপিকা পাড়ুকোনের আড়ম্বরহীন ত্বকের যত্ন

এ বছর আধিপত্য হারাতে পারে কিচেন ক্যাবিনেটের যে তিন রং

শীতের দিনে ঘরে মায়াবী সুগন্ধ আর পরিচ্ছন্নতার সহজ পাঠ

স্টেইনলেস স্টিলের হাঁড়িপাতিল ঠিক রাখতে জেনে নিন এই পদ্ধতিগুলো

পৌষের হাওয়া লেগে ফাটছে গোড়ালি? সমাধান আছে ঘরেই

শীতে সব ধরনের চুলের জন্য ৫টি সেরা প্রাকৃতিক কন্ডিশনার

শীতে উলের পোশাকের যত্ন নেবেন যেভাবে

এই ডিসেম্বরে চুলের যত্নে যে বিষয়গুলো অবশ্যই মেনে চলবেন

শীতে ত্বক ভালো রাখবে যে ৫ ফল