হোম > জীবনধারা > যত্নআত্তি

কাঁসা পিতল তামার বাসনের যত্ন

লাইফস্টাইল ডেস্ক

আর কদিন পরই শারদীয় দুর্গাপূজা। এই সময়ে সনাতন ধর্মাবলম্বীদের ঘরে কাঁসা, পিতল ও তামার বাসনের ব্যবহার বেড়ে যায়। অনেকে শখ করে নতুন বাসন কেনেন। পাশাপাশি বের করে আনেন বছরভর তুলে রাখা কাঁসা, পিতল ও তামার বাসনপত্র। এসব বাসন পরিষ্কারের পদ্ধতি অন্যগুলোর চেয়ে কিছুটা আলাদা। উৎসবের আগে এগুলো পরিষ্কার করে নিতে পারেন সহজ কিছু উপায়ে।

  • বাসন মাজার স্ক্র‍্যাবারে একটু লবণ আর লেবুর রস ছড়িয়ে নিয়ে কাঁসা, পিতল ও তামার বাসনপত্র মেজে ধুয়ে নিন। এতে বাসনপত্রের কালচে ভাব দূর হবে।
  • পুরোনো কাঁসার প্লেট, বাটি হলে ব্রাশে ডিশ ওয়াশিং সোপ নিয়ে ঘষুন।
  • টমেটো সস আর লবণ পিতল বা তামার বাসন পরিষ্কারে ভালো কাজ করে। টমেটো সস আর লবণ একসঙ্গে মিশিয়ে তামার বাসনে মাখিয়ে রাখুন ১ ঘণ্টা। তারপর স্ক্র‍্যাবার দিয়ে ধীরে ধীরে সময় নিয়ে ঘষে পরিষ্কার করুন।
  • এ ধরনের জিনিসপত্র মাজতে হলে বেকিং সোডা ব্যবহার করুন। মাজুনিতে বেকিং সোডা নিয়ে ভালোভাবে ঘষে পরিষ্কার করুন। অনেকে আবার বেকিং সোডার সঙ্গে লবণ মিশিয়েও তামা-পিতলের বাসনপত্র পরিষ্কার করেন।
  • কাঁসা-পিতলের বাসন পরিষ্কারের ক্ষেত্রে তেঁতুল খুব কার্যকর বলে বিবেচিত। বাসনপত্রে তেঁতুল গোলানো পানি মাখিয়ে রেখে দিন ১ ঘণ্টা। পরে মাজুনি দিয়ে ঘষে ধুয়ে নিন। এরপর ডিশ ওয়াশিং সাবান দিয়ে মেজে ধুয়ে নিলে হয়ে উঠবে চকচকে।
  • এসব বাসনে কালো কালো দাগ পড়লে সাদা বালু আর পানি দিয়ে মেজে নিতে পারেন। তাতে খুব সহজেই দাগ উঠে যাবে।
  • পিতলের গ্লাসের ভেতরে অনেক সময় দাগ পড়ে যায়। সেই দাগ দূর করতে পারেন সফট ড্রিংক দিয়ে। সফট ড্রিংক ঢেলে গ্লাসগুলো পূর্ণ করুন। ১ ঘণ্টা রেখে দিন। এরপর মেজে ধুয়ে নিন। দাগ অনেকটা হালকা হয়ে যাবে
  • তামা-পিতলের বাসনপত্রে কোলগেট দিয়ে রাখুন। কোলগেট শুকিয়ে গেলে মাজুনি দিয়ে ঘষে ধুয়ে নিন। মুহূর্তেই পরিষ্কার হয়ে যাবে।
  • কাঁসা, পিতল ও তামার বাসনপত্রের ওপর ভিনেগার ছড়িয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে দিন। আধা ঘণ্টা পর স্ক্র‍্যাবার দিয়ে ঘষতে থাকুন। এরপর পানি দিয়ে ধুয়ে নিলেই একেবারে নতুনের মতো চকচকে হয়ে যাবে।
  • তেঁতুল গুলে তার মধ্যে একটু চুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এই মিশ্রণ বাসনে মাখিয়ে রেখে দিন। এরপর ঘষে ধুয়ে নিলে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে।
  • একটি পাত্রে সমপরিমাণ আটা, লবণ, বেকিং সোডা ও লেবুর রস মিশিয়ে নিন। তারপর তাতে ভিনেগার দিয়ে মিশ্রণ তৈরি করুন। সেই মিশ্রণ কাঁসা, পিতল ও তামার বাসনপত্রে মাখিয়ে ১ ঘণ্টা রেখে দিন। এরপর মেজে ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে।

সূত্র: হাউ টু ক্লিন স্টাফ

কালিজিরা খেলে চুল পাকা কিছু কমে

চাকরিকে ‘সিচুয়েশনশিপ’ হিসেবে দেখছে জেন-জি, বলছে গবেষণা

দীর্ঘদিন কলা টাটকা রাখার উপায়

বাসন ধুতে গিয়ে হাত শুষ্ক হওয়া ঠেকাতে বেছে নিন ডিশওয়াশিং লিকুইডের প্রাকৃতিক বিকল্প

কৃতি শ্যাননের মতো মসৃণ, দাগমুক্ত ত্বক চান? ব্যবহার করুন গ্লিসারিন

আজকের রাশিফল: বিদেশ থেকে কোনো ভালো খবর আসবে, সবকিছুতে যুক্তি খুঁজতে নেই

পরিচিত এই ১০ নারীর সম্পদের পরিমাণ জানলে চমকে যাবেন

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ড নীতিতে বিপাকে ভ্রমণপিয়াসিরা

আমেরিকান সমাজে একাকিত্বের নতুন বাস্তবতা

এ বছরের সেরা ১০ ভ্রমণ গন্তব্য