হোম > জীবনধারা > সাজসজ্জা

শরতে ৫ রঙে রঙিন হোক নখ

ফিচার ডেস্ক

শরতে যখন পোশাক থেকে সাজ—সবকিছুতে বদল আনছেন, তখন ম্যানিকিউর করুন ঋতুর মেজাজের সঙ্গে মানিয়ে। ঝরে পড়া পাতার গভীর লাল কিংবা বাদামি রং, কোথাও নতুন পাতার সবুজ রঙের বিভিন্ন স্তর, কোথাও হলুদ, কুমড়ার পাকা হলুদ রং কিংবা ধোঁয়া ওঠা মগের চা বা কফির মতো বাদামি রং আপনাকে নেইলপলিশের ব্যবহারে ট্রেন্ডি রাখবে।

বেছে নিন বেগুনি
গ্রীষ্মের নিয়নের চেয়ে শরতের রং গভীর ও গাঢ়। আপনি যদি কালো রঙের নেইলপলিশে অভ্যস্ত না হন, তাহলে গথিক ম্যানিকিউরের জন্য বেগুনি রং বেছে নিন। কালো নয় কিন্তু কিছুটা গাঢ় রং আপনার মুড বুস্ট করবে। এ ক্ষেত্রে শ্যানেলের লা ভারনিস কিংবা বাটার লন্ডনের জেলি প্রিজার্ভ পলিশ ভিক্টোরিয়া প্লাম চমকপ্রদ স্বচ্ছ ফিনিশ দিতে পারে।

জলপাই সবুজ বেছে নিন
বসন্তের খোলামেলা মিনি, গ্রীষ্মের ঝাঁজালো আপেল সবুজ কিংবা শীতের কালচে সবুজের বাইরে জলপাই সবুজ রং বেছে নিন এই শরতে। এ রং সেপ্টেম্বরে আপনার নখে আনবে ভিন্ন আমেজ। এ রং দ্রুত শুকাবে। জলপাই সবুজের জন্য ‘কার্গো-গো’ শেড বেছে নিতে পারেন।

সরিষা হলুদে নখ রাঙান
শরতে পরিবর্তনশীল পাতার রং এবং এ সময়ের ফ্যাশনে ক্যারামেল টোন দেবে সরিষা রং। তাই এ রঙের ম্যানিকিউরের প্রতি মনোযোগ দিন। এই উজ্জ্বল রং আপনার নখের জেল্লা বাড়িয়ে তুলবে। 

মিল্ক চকলেট ব্রাউন
কফির গাঢ় খয়েরি রঙের সঙ্গে যদি দুধ মেশানো হয়, তাহলে যে রং পাওয়া যায়, সেটিই মিল্ক চকলেট ব্রাউন। ঈষৎ সাদাটে খয়েরি রং। শরতের জন্য এটি দারুণ মানানসই। এ রং নখকে অবিশ্বাস্যভাবে আকর্ষণীয় করে তুলবে। 

মিষ্টিকুমড়ার দারুণ হলুদ
শরতে উজ্জ্বল রং নিয়ে খেলতে নখের জন্য বেছে নিতে পারেন মিষ্টিকুমড়ার উজ্জ্বল হলুদ রং। পেয়ে যাবেন বিভিন্ন ব্র্যান্ডের নেইলপলিশে। এ রং আপনাকে ম্রিয়মাণ শীতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করবে। বিভিন্ন আকারের নখে ব্যবহারের জন্য পিওরফিট প্রযুক্তির নেইলপলিশ ব্যবহার করুন। এ জন্য ব্যবহার করতে পারেন স্যালি হ্যানসেনের ইনস্টা ড্রাই নেইলপলিশ। এগুলো এক মিনিটে শুকিয়ে যাবে।

আজকের রাশিফল: অহেতুক তর্কে মৌনতাই শ্রেয়, ঘর গোছাতে গিয়ে মাথা অগোছালো হবে

স্কিন টাইপ বা ত্বকের ধরন জানা কেন জরুরি: সুস্থ ত্বকের প্রথম ধাপ

অতিরিক্ত মিষ্টি বা খাবার খাওয়ার পর সামলে নেবেন যেভাবে

এক তরুণের হাত ধরে ভাগ্য ফিরল পুরো গ্রামের

শীতে ত্বক সজীব ও ব্রণ দূর করতে ব্যবহার করুন বেসনে তৈরি এ প্যাকগুলো

শীতকাল যেভাবে সেলিব্রেট করতে পারেন

আপনার প্রিয় সাজের সামগ্রী কত দিন নিরাপদ

আজকের রাশিফল: ঝগড়া করার খুব ইচ্ছা হবে, ঘরের বসকে মেনে চলুন

২০২৬ সালে যে অভ্যাসগুলো আপনাকে সফল করে তুলতে পারে

ডায়াবেটিসের রোগীদের কেন সময় মতো খাবার খাওয়া জরুরি