হোম > ইসলাম

নফল নামাজ ঘরে আদায়—ইসলাম যা বলে

শরিফ আহমাদ

নামাজ আদায় করছেন এক মুসল্লি। ছবি: সংগৃহীত

শরিয়তে ফরজ নামাজ জামাতে পড়ার প্রতি অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। তবে সুন্নত ও নফল নামাজ ক্ষেত্র বিশেষ ঘরে আদায় উত্তম বলা হয়েছে।

জাবের (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) বলেন, ‘তোমাদের কেউ যখন মসজিদের (ফরজ) নামাজ আদায় করে, তখন সে যেন ঘরের জন্য (সুন্নত ও নফল) নামাজের একটি অংশ নির্দিষ্ট করে নেয়। কেননা তার নামাজের বরকতে আল্লাহ তাআলা ঘরে বরকত দান করেন।’ (সহিহ্ মুসলিম: ১৮৫৮)

নফল নামাজ ঘরে আদায়ের দ্বারা ইখলাস বৃদ্ধি পায়। রিয়া ও আত্মপ্রদর্শনের সুযোগ কমে যায়। ঘর আলোকিত হয়। আবদুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেন, ‘নামাজের কিছু অংশ তোমাদের ঘরে (আদায়ের জন্য) নির্ধারিত করবে এবং ঘরকে কবর বানাবে না। (সহিহ্ মুসলিম: ১৬৯৩)  

সাহাবায়ে কেরামও এ বিষয়ে রাসুল (সা.)-এর শিক্ষা মেনে চলতেন। আবদুল্লাহ ইবনে সাদ (রা.) বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-এর কাছে জিজ্ঞেস করলাম, ‘কোনটি উত্তম, আমার ঘরে নামাজ আদায় করা নাকি মসজিদে?’ তিনি বললেন, ‘তুমি কি দেখ না? আমার ঘর মসজিদের কত নিকটে? তা সত্ত্বেও মসজিদে নামাজ আদায় করার চাইতে আমার ঘরে নামাজ আদায় করা আমার কাছে অধিক প্রিয়। তবে ফরজ নামাজ ব্যতীত।’ (সুনানে ইবনে মাজাহ: ১৩৭৮)

শবে বরাত ২০২৬: জানা গেল সম্ভাব্য তারিখ

২০২৬ সালের রমজান কবে শুরু?

সুরা নাস: বাংলা উচ্চারণ, অর্থ, সহজ ব্যাখ্যা ও ফজিলত

দোয়া কুনুত পড়ার নিয়ম, বাংলা উচ্চারণ ও অর্থ

অহংকারের কুফল ও অহংকারীর ভয়াবহ পরিণতি

আজকের নামাজের সময়সূচি: ১৮ জানুয়ারি ২০২৬

আয়াতুল কুরসির বাংলা উচ্চারণ, অর্থ ও ফজিলত

আজকের নামাজের সময়সূচি: ১৭ জানুয়ারি ২০২৬

শবে মিরাজের বিশেষ নামাজ আছে কি

আজকের নামাজের সময়সূচি: ১৬ জানুয়ারি ২০২৬