হোম > ইসলাম

ইফতারের পর উড়োজাহাজে চড়ে সূর্যের দেখা পেলেন—কী করবেন

ইসলাম ডেস্ক

ধরা যাক, একজন রোজাদার উড়োজাহাজে ওঠার আগে সূর্য অস্ত গেল অর্থাৎ তাঁর ইফতারের সময় হয়ে গেল। তিনি রোজা ভাঙলেন। ইফতার করার পর তাঁর ফ্লাইট আকাশে উড়ল। কিছু দূর যাওয়ার পর তিনি সূর্য দেখতে পেলেন—এখন তাঁর করণীয় কী? তিনি কি খাওয়া-দাওয়া চালিয়ে যাবেন, নাকি রোজাদার হিসেবে বিরত থাকবেন? 

এই প্রশ্নের জবাবে আলিমগণ বলেছেন, সূর্য ডোবার পর যে ব্যক্তি ইফতার করলেন, এরপর উড়োজাহাজে চড়ে সূর্য দেখতে পেলে, তিনি খাওয়া-দাওয়া করতে পারবেন। তাঁর রোজা এরই মধ্যে সম্পন্ন হয়েছে ধরা হবে। 

হাদিসে এসেছে, মহানবী (সা.) বলেছেন, ‘পূর্ব দিক থেকে যখন রাত এসে যাবে এবং পশ্চিম দিক থেকে যখন দিন চলে যাবে ও সূর্য ডুবে যাবে, তখন সাওম পালনকারী ইফতার করবে।’ (বুখারি: ১৯৫৪; মুসলিম: ১১০০) 

সুতরাং যে ব্যক্তি শরিয়তের নির্দেশনা মোতাবেক একবার ইফতার করে ফেলেছেন, তাঁর রোজা পূর্ণ হয়ে গেছে। এরপর খাওয়া-দাওয়া করতে তাঁর জন্য কোনো বিধিনিষেধ নেই। 

সূত্র: আল-মাউসুআতুল মুয়াসসারাহ ফি ফিকহিল কাজায়াল মুআসারাহ

গিবতের ভয়াবহ ৬ কুফল

আজকের নামাজের সময়সূচি: ১২ জানুয়ারি ২০২৬

নফল ইবাদতের গুরুত্ব ও ফজিলত

প্রবাসীদের নিয়ে শায়খ আহমাদুল্লাহর ভিন্নধর্মী আয়োজন

তওবা: মুমিনের নবজাগরণের পথ

আজকের নামাজের সময়সূচি: ১১ জানুয়ারি ২০২৬

পণ্য মজুতদারি ও সিন্ডিকেট: ইসলামের সতর্কবার্তা

আজকের নামাজের সময়সূচি: ১০ জানুয়ারি ২০২৬

জুমার দিন সুরা কাহাফ পাঠ করলে যে সওয়াব

দোয়া কবুলের অন্যতম মাধ্যম দরুদ পাঠ