হোম > ইসলাম

রমজানের চাঁদ দেখা গেছে, সৌদিতে শনিবার থেকে রোজা

সৌদি আরবে রমজানের চাঁদ দেখা গেছে। ছবি: সংগৃহীত

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। দেশটির চাঁদ দেখা কমিটি আজ শুক্রবার সন্ধ্যায় এ ঘোষণা দিয়েছে। ঘোষণা অনুযায়ী, ইসলামিক হিজরি ক্যালেন্ডারের নবম মাস রমজান শুরু হবে আগামীকাল শনিবার (১ মার্চ) থেকে।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের সুদাইর, তুমায়েরসহ বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে চাঁদ দেখা নিশ্চিত করা হয়েছে। এর আগে দেশটির সর্বোচ্চ আদালত বৃহস্পতিবার সব মুসলমানকে শুক্রবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার আহ্বান জানিয়েছিলেন।

আদালত জানান, যারা খালি চোখে বা দুরবিন দিয়ে চাঁদ দেখতে পাবে, তারা নিকটস্থ আদালতে গিয়ে সাক্ষ্য দিতে পারবে বা নিকটবর্তী কেন্দ্রের মাধ্যমে আদালতে যোগাযোগ করতে পারবে।

সাধারণত সৌদি আরবের চাঁদ দেখা কমিটি রমজানের সম্ভাব্য শুরুর তারিখের আগের দিনগুলোতে পর্যবেক্ষণ চালায়, তবে অন্য মুসলমানদেরও চাঁদ দেখার উৎসাহ দেওয়া হয়।

রমজান মাসে মুসলমানরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখেন। এটি ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম একটি। এই মাসে ধৈর্য, দানশীলতা ও সমাজকল্যাণের প্রতি গুরুত্ব দেওয়া হয়।

এ মাসেই ইসলামের পবিত্র গ্রন্থ আল কোরআন নবী মুহম্মাদ (সা.)-এর নিকট অবতীর্ণ হয়। মুসলমানরা রমজানে আত্মশুদ্ধির মাধ্যমে তাঁদের বিশ্বাস দৃঢ় করার চেষ্টা করেন, পাপ থেকে বিরত থাকেন, বেশি বেশি প্রার্থনা ও দান-খয়রাত করেন এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য বিশেষ ইবাদতে মগ্ন থাকেন।

এদিকে বাংলাদেশে চাঁদ দেখাসংক্রান্ত জাতীয় কমিটি আগামীকাল শনিবার সন্ধ্যা ৬টায় সভায় করবে। ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

ঢাকায় ইসলামিক ফাউন্ডেশনে বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভায় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের যোগদান করার কথা রয়েছে।

আজকের নামাজের সময়সূচি: ১৯ জানুয়ারি ২০২৬

শবে বরাত ২০২৬: জানা গেল সম্ভাব্য তারিখ

২০২৬ সালের রমজান কবে শুরু?

সুরা নাস: বাংলা উচ্চারণ, অর্থ, সহজ ব্যাখ্যা ও ফজিলত

দোয়া কুনুত পড়ার নিয়ম, বাংলা উচ্চারণ ও অর্থ

অহংকারের কুফল ও অহংকারীর ভয়াবহ পরিণতি

আজকের নামাজের সময়সূচি: ১৮ জানুয়ারি ২০২৬

আয়াতুল কুরসির বাংলা উচ্চারণ, অর্থ ও ফজিলত

আজকের নামাজের সময়সূচি: ১৭ জানুয়ারি ২০২৬

শবে মিরাজের বিশেষ নামাজ আছে কি