হোম > ইসলাম

কোরআনের আলোকে ‍মানুষ সৃষ্টির উদ্দেশ্য

আলী ওসমান শেফায়েত, শিক্ষক ও গবেষক

প্রতিটি জিনিস বানানোর পেছনে একটা উদ্দেশ্য থাকে। যেমন চেয়ার বসার জন্য বানানো হয়। টেবিল কোনো কিছু রাখার জন্য বানানো হয়। প্রশ্ন হলো, মানুষ সৃষ্টির উদ্দেশ্য কী? চলুন জেনে নিই মহান আল্লাহর ভাষ্যে, পবিত্র কোরআনের আয়াত থেকে। এরশাদ হয়েছে, ‘কাজের দিক দিয়ে তোমাদের মধ্যে কে উত্তম তা পরীক্ষা করে দেখার জন্য আমি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছি। আর আমি মহা পরাক্রমশালী ও ক্ষমাশীল।’ (সুরা আল-মুলক: ২)

আমরা জানলাম, মানুষ সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে মানুষকে পরীক্ষা করা। দুনিয়ার রীতি অনুসারে প্রতিটি পরীক্ষার সিলেবাস থাকে। এই আয়াতের মধ্যে সিলেবাসের কথাও বলা আছে। সিলেবাস হলো মানুষকে যে ছোট্ট জীবন দেওয়া হয়েছে, এই জীবনে তার ভালো কাজকর্ম।

এই ভালো কাজের মধ্যে তার ইবাদত, তার কথাবার্তা, তার চলাফেরা, মানুষের সঙ্গে তার ব্যবহার, আল্লাহর অন্যান্য সৃষ্টির সঙ্গে তার ব্যবহার, তার কাজকর্ম, এককথায় দুনিয়ায় তার নিজের কাজকর্মের হিসাব। আর এই হিসাব নিয়েই কিন্তু তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং তাকে তার নিজের কাজকর্মের জবাবদিহি করতে হবে।

আমরা মানুষ জাতি এখানেই ভুল করি। আমরা নিজের সিলেবাস রেখে অন্যের সিলেবাস নিয়ে টানাটানি শুরু করে দিই। কে কী করছে, কে কী বলেছে, কে কীভাবে চলাফেরা করছে, কার ব্যবহার কেমন, কার মধ্যে কোন দোষ আছে—এসব কিন্তু অন্যের পরীক্ষার সিলেবাসের বিষয়। আমার সিলেবাসের মধ্যে কিন্তু শুধুই আমার নিজের কাজকর্ম। আর অন্যের সিলেবাস নিয়ে ব্যস্ত থাকার কারণে আমরা যে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি, তা আমরা বুঝতেও পারি না।

 চলুন, আমরা যখনই অন্যের কোনো বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, তখন আগে ভেবে দেখি, বিষয়টি আমার সিলেবাসের মধ্যে আছে কি না; এর জন্য পরকালে আমাকে জবাব দিতে হবে কি না।

গিবতের ভয়াবহ ৬ কুফল

আজকের নামাজের সময়সূচি: ১২ জানুয়ারি ২০২৬

নফল ইবাদতের গুরুত্ব ও ফজিলত

প্রবাসীদের নিয়ে শায়খ আহমাদুল্লাহর ভিন্নধর্মী আয়োজন

তওবা: মুমিনের নবজাগরণের পথ

আজকের নামাজের সময়সূচি: ১১ জানুয়ারি ২০২৬

পণ্য মজুতদারি ও সিন্ডিকেট: ইসলামের সতর্কবার্তা

আজকের নামাজের সময়সূচি: ১০ জানুয়ারি ২০২৬

জুমার দিন সুরা কাহাফ পাঠ করলে যে সওয়াব

দোয়া কবুলের অন্যতম মাধ্যম দরুদ পাঠ