হোম > ইসলাম

২০২৪ সালে রমজানের সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

আগামী বছরের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সোসাইটি। এ সংগঠনটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান এক বিবৃতিতে বলেন, আগামী শনিবার (১৬ সেপ্টেম্বর) থেকে আরবি মাস রবিউল আউয়াল শুরু হতে পারে। সে হিসাবে ছয় মাস পরই শুরু হবে পবিত্র রমজান মাস। 

সংযুক্ত আরব আমিরাতের বার্তা সংস্থা বার্কের এক প্রতিবেদন অনুসারে, আল জারওয়ান বলেছেন, আগামী শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটে নতুন চাঁদ দেখা যাবে। রবিউল আউয়াল শুরু হবে আগামী শনিবার (১৬ সেপ্টেম্বর) থেকে।

জ্যোতির্বিজ্ঞানের ভিত্তিতে ২০২৪ সালের ১২ মার্চ (বৃহস্পতিবার) থেকে পবিত্র রমজান শুরু হতে পারে এবং শেষ হতে পারে ১১ এপ্রিল, শুক্রবার। 

অবশ্য রমজান মাসের শুরু হওয়ার আনুষ্ঠানিক তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। 

ইসলামে রমজান অত্যন্ত তাৎপর্যপূর্ণ মাস। বিশ্বজুড়ে কোটি কোটি মুসলিম এ মাসে রোজা রাখেন, ইবাদত–বন্দেগি ও দাতব্য কাজ করেন। 

আরবি ক্যালেন্ডারে রমজান নবম মাস। ১২ মাসের মধ্যে ৩৫৪ বা ৩৫৫ দিন থাকায় প্রতি বছর ভিন্ন ভিন্ন সময়ে রমজান মাস আসে।

এ মাসে মুসলিমরা ফজর অর্থাৎ সূর্যোদয়ের আগে থেকে মাগরিব বা সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখে। সূর্যাস্তের পর সাধারণত খেজুর ও অন্যান্য ঐতিহ্যবাহী খাবার দিয়ে ইফতার করার মাধ্যমে রোজা ভাঙা হয়।

আজকের নামাজের সময়সূচি: ২৭ ডিসেম্বর ২০২৫

শীতকালে অজুতে প্রয়োজন বাড়তি সতর্কতা

আজ পবিত্র মক্কা-মদিনায় জুমা পড়াবেন যাঁরা

রমজানের প্রস্তুতি শুরু হোক রজব মাস থেকেই

নতুন বছরে মুমিনের আত্মসমালোচনা

দক্ষিণ ভারতের প্রাচীনতম ৩ মসজিদ

মুসলিম নারীর সৌন্দর্যচর্চায় হালাল নেলপলিশ

আজকের নামাজের সময়সূচি: ২৬ ডিসেম্বর ২০২৫

তারেক রহমানের পোস্টে সুরা আলে ইমরানের ২৬ নম্বর আয়াত

সফর শেষে নিজ দেশে ফিরে যে আমল করতেন নবীজি