হোম > ইসলাম

মহররম মাসের পাঁচ অনন্য বৈশিষ্ট্য

মুফতি আইয়ুব নাদীম 

ছবি: সংগৃহীত

বর্ষের হিসাবের জন্য পৃথিবীতে অনেকগুলো সন চালু আছে। আমাদের বাংলাদেশে সাধারণত তিনটি সন প্রচলিত—খ্রিষ্টাব্দ, বঙ্গাব্দ এবং হিজরি।

এর মধ্যে হিজরি সন মুসলমানদের নিজস্ব সন। এই সনের সঙ্গে মুসলমানদের জীবন-আচারের অনেক বিষয় গভীরভাবে সম্পৃক্ত। শরিয়তের নানা বিধি-বিধান এই হিসাবের সঙ্গে সংশ্লিষ্ট।

রাসুলুল্লাহ (সা.) এর ঐতিহাসিক স্মৃতিবিজড়িত হিজরতকে ধারণ করে প্রতিষ্ঠা করা হয় আরবি সন তথা হিজরি সন। এই প্রবন্ধে হিজরি সনের প্রথম মাস মহরমের পাঁচ বৈশিষ্ট্য উল্লেখ করছি।

১. মহররম নাম রাখা: ইসলাম আসার পর সকল মাসের নাম বহাল থাকলেও, একমাত্র এই মাসের নাম পরিবর্তন করে ‘মহররম’ রাখা হয়েছে। ইসলাম আসার আগে এই মাসের নাম ছিল ’সাফারুল আউয়াল।’ (শরহুস সুয়ুতি আলা মুসলিম: ৩ / ২৫২)

২. মহররম আল্লাহর মাস: হাদিসে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মহররম মাস আল্লাহর মাস।’ (সহিহ্ মুসলিম: ১১৬৩)

৩. দশ তারিখের রোজা: এই মাসের দশ তারিখকে আশুরা বলা হয়। এই দিনে পৃথিবীর ইতিহাসে বড় বড় ঘটনা সংঘটিত হয়েছে। আশুরার রোজা রাখলে বিগত এক বছরের গুনাহ মাফ করে দেওয়া হয়। (সহিহ্ বুখারি: ২০০৪)

৪. সম্মানিত মাস: ১২ মাসের মধ্যে চারটি মাস সম্মানিত। এই চার মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস মহররম। (সহিহ্ বুখারি: ৪৬৬২)

৫. শ্রেষ্ঠ মাস: এটি রমজানের পর শ্রেষ্ঠ মাস। হাদিসে এসেছে, এই মাসের নফল রোজা শ্রেষ্ঠ রোজা। (সহিহ্ মুসলিম: ১১৬৩)

লেখক: মুহাদ্দিস, জামিয়া কাশেফুল উলূম মাদ্রাসা, মধুপুর, টাঙ্গাইল

আরবি মুমিনের জীবনের ব্যবহারিক ভাষা

শিলালিপি থেকে কোরআনের হরফ

আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি: কালোত্তীর্ণ আধ্যাত্মিক সাধক

বাংলাদেশে আরবি ভাষা চর্চা ও ক্রমবিকাশ

আজকের নামাজের সময়সূচি: ১৯ ডিসেম্বর ২০২৫

নূরানি তা’লিমুল কোরআন বোর্ডের ফল প্রকাশ শনিবার

মুখের ভাষা যখন ইবাদত হয়ে ওঠে

আজকের নামাজের সময়সূচি: ১৮ ডিসেম্বর ২০২৫

নিজ দেশের প্রতি নবী (সা.)-এর ভালোবাসা

আজকের নামাজের সময়সূচি: ১৭ ডিসেম্বর ২০২৫