হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

কমলার জন্য ভোরের আলো ফোটার আগেই ভোটকেন্দ্রে ২ নারী

দুই নারীর সঙ্গে কথা হয় সিএনএনের প্রতিবেদকের। ছবি: সিএনএনের সৌজন্যে

যুক্তরাষ্ট্রে চলছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। এবার রিপাবলিকানদের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প, ডেমোক্র‍্যাটদের কমলা হ্যারিস। নির্বাচনে অন্যতম ‘সুইং স্টেট’ নেভাদায় জরিপে এগিয়ে ট্রাম্প। তবে কমলার সমর্থকেরাও প্রাণান্তকর চেষ্টা করছেন। কমলাকে জেতাতে নেভাদার লাস ভেগাসের অ্যালিজায়ান্ট স্টেডিয়াম কেন্দ্রে ভোরের আলো ফোটার আগেই হাজির হন দুই নারী। তাঁদের সঙ্গে কথা হয় সিএনএনের প্রতিবেদকের।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ভোট শুরুর দুই ঘণ্টা আগেই অর্থাৎ ভোর ৫টায় নেভাদার লাস ভেগাসের অ্যালিজায়ান্ট স্টেডিয়াম কেন্দ্রে হাজির হয়ে লাইন দাঁড়ান ক্রিস্টিনা নেরি এবং এলিজাবেথ গার্সিয়া।

ক্রিস্টিনা নেরি সিএনএনকে বলেন, ‘ভোট দিয়ে তাঁরা কাজে যাবেন। আর এই কেন্দ্রটিতে এবারই প্রথম ভোট হচ্ছে। তাঁরা ইতিহাসের অংশ হতে চান।’

তিনি বলেন, খাবার ও জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে। এটার পরিবর্তন তাঁরা চান।

কমলা হ্যারিসকে ভোট দিচ্ছেন বলে সিএনএনকে জানান ওই দুই নারী।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সাধারণত ব্যবধান গড়ে দেয় সুইং স্টেটস বা ব্যাটলগ্রাউন্ড স্টেটস বলে পরিচিত অঙ্গরাজ্যগুলো। এবারের নির্বাচনে সাত সুইং স্টেটস হলো—মিশিগান, উইসকনসিন, পেনসিলভানিয়া, জর্জিয়া, উত্তর ক্যারোলিনা, অ্যারিজোনা ও নেভাদা।

গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডকে মাদুরো উৎখাতের পরিকল্পনার বাইরে রেখেছিলেন ট্রাম্প

মাচাদোর নোবেল নিতে চেয়ে ট্রাম্প বললেন—এটি বড় সম্মানের

মাদুরোর মতো পুতিনকেও কি তুলে নেবে যুক্তরাষ্ট্র? যা বললেন ট্রাম্প

‘চীন-রাশিয়াকে ঠেকাতে গ্রিনল্যান্ডের মালিকানা লাগবেই’, ট্রাম্প কেন এত মরিয়া

ক্যারিবীয় সাগরে পঞ্চম তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

অধিবাসীদের নগদ অর্থ দিয়ে গ্রিনল্যান্ড ‘কেনার’ কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ জাহাজে আছেন ৩ ভারতীয়

মার্কিন পুলিশের গুলিতে নিহত রেনি গুড ছিলেন একজন কবি

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের দীর্ঘমেয়াদি পরিকল্পনা, সমর্থন আছে অন্তর্বর্তী সরকারেরও