হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

অচল শরীর নিয়ে লোহার চেম্বারে ৭০ বছর, অবশেষে মারা গেলেন পল

পোলিও আক্রান্ত হয়ে ফুসফুস পর্যন্ত বিকল হয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসের বাসিন্দা পল আলেকজান্ডারের। এরপর চিকিৎসকেরা বিশেষভাবে তৈরি একটি লোহার সিলিন্ডারে ঢুকিয়ে কৃত্রিমভাবে তাঁর শ্বাস–প্রশ্বাস সচল রেখেছিলেন। পুরো শরীর ছিল ওই সিলিন্ডারে, শুধু মাথা ছিল বাইরে। এভাবে ৭০ বছর পার করে অবশেষে মারা গেলেন তিনি।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে তাঁর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।

১৯৫২ সালে ছয় বছরে বয়সে পোলিও আক্রান্ত হন পল। এরপর সম্পূর্ণ পঙ্গুত্বের লক্ষণ দেখা দেয় তাঁর মাঝে। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর এক যান্ত্রিক ফুসফুসের ভেতর জেগে ওঠেন তিনি। পল আলেকজান্ডারকে নাম দেওয়া হয়েছিল ‘লোহার ফুসফুসওয়ালা মানব’।

লোহার এক বিশেষ ধরনের সিলিন্ডার আকৃতির কাঠামোর মধ্যেই তিনি এতোদিন বেঁচে ছিলেন। সিলিন্ডারটি ফুসফুসের মতো কাজ করত। গত সোমবার ৭৮ বছর বয়সে তাঁর মৃত্যু হয়েছে। পলের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তাঁর চিকিৎসার জন্য অনলাইনে তহবিল সংগ্রহকারী সংস্থা গো ফান্ড মি।

তাঁর মৃত্যুতে তহবিল সংগ্রহের সংগঠক ক্রিস্টোফার উলমার বলেন, ‘পল, আপনাকে সবাই মিস করবে, আপনাকে স্মরণ করা হবে। আমাদের সঙ্গে আপনার গল্প ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ।’

পোলিও সংক্রমণের পর পলের ফুসফুস থেকে জমাট বাঁধা রক্ত অপসারণ করতে ট্র্যাকিওটমি করেছিলেন একজন চিকিৎসক। এরপর লোহার চেম্বারে রাখা হয় তাঁকে। লোহার চেম্বারটি ডায়াফ্রাম হিসেবে কাজ করছিল।

লোহার কাঠামোটির ভেতরে ছিল পলের পুরো শরীর। বাইরে ছিল শুধু মাথা। ফলে সার্বক্ষণিক সেবিকাদের সঙ্গেও যোগাযোগ করতে পারতেন না। এতোদিন বেঁচে ছিলেন শরীর পরিষ্কার করা ছাড়াই।

১৯৫০–এর দশকে যুক্তরাষ্ট্রে পোলিওর প্রাদুর্ভাবের সময় লোহার ফুসফুসের ভেতরে রাখা অনেক শিশুর মধ্যে একজন ছিলেন পল আলেকজান্ডার। পরে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং আইনের ডিগ্রি অর্জন করেন। কিন্তু লোহার ফুসফুস ছেড়ে আর বের হতে পারেননি। ২০২০ সালের এপ্রিলে তিনি স্মৃতিকথাও প্রকাশ করেছিলেন।

যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে টিকাদান কর্মসূচির কারণে এখন বিরল রোগে পরিণত হয়েছে এক সময়ের আতঙ্ক পোলিও। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে লন্ডন থেকে নেওয়া নর্দমার নমুনায় পোলিও ভাইরাস শনাক্ত হওয়ার পরে স্বাস্থ্য কর্মকর্তারা সেটিকে জাতীয় সমস্যা হিসেবে ঘোষণা করেছিলেন। তবে সংক্রমণের কোনো ঘটনা তখন পাওয়া যায়নি।

১০০ কোটি ডলার দিয়ে ট্রাম্পের গাজা পরিষদে থাকছে যেসব দেশ, ‘না’ বলল যারা

গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে চুক্তির ‘কাঠামো’ প্রস্তুত, ইউরোপের ওপর থেকে শুল্ক প্রত্যাহার

ভেনেজুয়েলায় শক্তিশালী ‘সনিক উইপন’ ব্যবহার করেছেন ট্রাম্প, বিশেষ অস্ত্রটি যেভাবে কাজ করে

যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখল ঠেকানোর সাধ্য কারও নেই, তবে বল প্রয়োগ করব না: ট্রাম্প

বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে সুইজারল্যান্ডে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

ন্যাটোতে মার্কিন অংশগ্রহণ কমানোর প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র, লাগবে কয়েক বছর

যদি কিছু ঘটে, ওদের পৃথিবীর বুক থেকে মুছে ফেলব—কাকে এমন হুমকি দিলেন ট্রাম্প

গ্রিনল্যান্ড ইস্যুতে পিছু হটার সুযোগ নেই, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ: ট্রাম্প

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’