ঢাকা: যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী টেক্সান মরুভূমির এক শিশু অভিবাসী শিবিরে ভয়াবহ পরিস্থিতির প্রমাণ মিলেছে। এখানে দ্রুত নানা রোগ ছড়াচ্ছে, খাবারের সংকটও ভয়াবহ আকার ধারণ করেছে। এমনকি যৌন নির্যাতনের অভিযোগও উঠছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে।
সেই শিশু অভিবাসী শিবিরের কর্মকর্তা ও শিশুদের সঙ্গে কথা বলেছে বিবিসি। বিবিসির অনুসন্ধানে দেখা যায়, যুক্তরাষ্ট্রের শিশু অভিবাসী শিবিরে ক্ষুধার্ত শিশুদের রান্না ছাড়া মাংস দেওয়া হচ্ছে। শিশুদের পরিষ্কার জামা-কাপড়ের অভাব ছাড়াও অনেক শিশুই যৌন নির্যাতনের অভিযোগ তুলেছে। এমন নানা অসুবিধার মাঝে শিশুদের মাঝে দেখা দিয়েছে করোনার প্রকোপ। কোন রোগের জন্য শিশুরা চিকিৎসা নিতে গেলেও অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা।
অভিবাসী শিবিরের এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে কার্যকরি ভূমিকা রাখার পরামর্শ দিয়েছেন অনেকেই। যদিও হোয়াইট হাউস অভিবাসীদের মার্কিন সীমান্ত না আসার আহ্বান জানিয়েছে।
এর মাঝেও বর্তমানে টেক্সাসের এল পাসোতে ফোর্ট ব্লিস সামরিক ঘাঁটির শিবিরে ২ হাজারের বেশি কিশোর-কিশোরী রয়েছে। এরা মার্কিন-মেক্সিকো সীমান্ত পেরিয়ে এসেছে। এখন পরিবারের সঙ্গে পুনর্মিলনের অপেক্ষায় রয়েছে।
প্রসঙ্গত, গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রে অভিবাসী এবং আশ্রয় প্রার্থীর সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞদের মতে—সহিংসতা, প্রাকৃতিক দুর্যোগ এবং মহামারির কারণে সৃষ্ট অর্থনৈতিক দুরবস্থার জন্য সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে অভিবাসী সংখ্যা বাড়ছে।