হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

উদোম শরীরে সমুদ্রতীরে দেখা গেল ৮০ বছরের বাইডেনকে

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অর্ধাঙ্গ উন্মুক্ত রেখে ঘুরতে দেখা গেল ডেলাওয়্যারের সমুদ্রসৈকতে। গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে বাইডেনের খালি গায়ের ছবি ভাইরাল হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীরা নানা মত ব্যক্ত করেছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

রোববার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর ডেলাওয়্যারের রিওবুথ এলাকার বাড়ির কাছের সমুদ্রসৈকতে গিয়েছিলেন বেড়াতে। সেখানে শার্ট খুলে সূর্যরশ্মি গায়ে মাখছিলেন। কিন্তু পাপারাজ্জিরা সুযোগটা নিতে মোটেও ভুল করেনি। একাধিক ছবি তুলেছেন একজন সাংবাদিক। 

বাইডেনের ছবিগুলো পোস্ট করেছেন এরিক গেলার নামে ওই সাংবাদিক। তিনিও ছুটি কাটাতে গিয়েছিলেন রিওবুথে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) মোট তিনটি ছবি শেয়ার করেছেন। ছবিগুলোর একটিতে দেখা যায়, বাইডেন একটি নীলরঙা সুইমিং হাফপ্যান্ট, একই রঙের টেনিস শু পরেছেন। একই সঙ্গে তার মাথার পেছন দিকে ঘোরানো একটি বেসবল ক্যাপ এবং চোখে রোদচশমা। কিন্তু তাঁর ঊর্ধ্বাঙ্গে আর কিছুই নেই। অপর একটি ছবিতে বাইডেনকে একটি চেয়ারে বসে থাকতে দেখা যায়। 
 
ছবিগুলোর ক্যাপশনে এরিক গেলার লেখেন, ‘রিওবুথের সমুদ্রসৈকতে দারুণ একটি দিন উপভোগ করছেন বাইডেন।’ 

এর আগে, ২০০৯ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উদাম গায়ে ঘোড়ায় চড়ে ছবি তুলেছিলেন। পরে সেগুলোও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। অনেকে বলে থাকেন, পুতিন লোক দেখানোর জন্য এমনটা করেছেন। তবে বাইডেন তাঁর শরীর দেখানোর জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজ করেননি বলেই মনে হয়। কারণ ছবিগুলো তাঁর অমনোযোগী অবস্থায় তোলা হয়েছে।

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প

ভেনেজুয়েলার তেল আমাদের সম্পদ, বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা প্রতিহতের ঘোষণা দিল বিবিসি

৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে থাকেন ভারতীয় নারী, গ্রিন কার্ড সাক্ষাৎকারে গিয়ে আটক

বিশ্বজুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধের বীজ বুনেছেন ট্রাম্প—ইয়েল বিশেষজ্ঞের সতর্কতা