হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রের গণহত্যা যেভাবে শক্তিশালী করেছে তালেবানকে 

ভয়াবহ ৯/১১ হামলার ২০ বছর পূর্তি আজ। এই হামলার ঘটনাকে কেন্দ্র করে আফগানিস্তানে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র। তাদের অভিযোগ ছিল, জঙ্গিগোষ্ঠী আলকায়দাকে সমর্থন করছে বর্তমানের আফগানিস্তানের শাসকগোষ্ঠী তালেবান। আর এই অভিযোগে ২০ বছর আগে আফগানিস্তানে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের সেনাদের হাতে আফগানিস্তানে অসংখ্য মানুষ নিহত হয়েছে, যাদের সঙ্গে ৯/১১ হামলা কিংবা তালেবানের সঙ্গে কোনো যোগসাজশ ছিল না। আফগানিস্তানে চালানো এই গণহত্যাই তালেবানের প্রতি আফগান জনগণের সমর্থন আরও বাড়িয়েছে।

আফগানিস্তানের পাঞ্জওয়াই জেলার জাঙ্গাবাদ গ্রামের জনগণ ১১ সেপ্টেম্বর হামলার ২০ বছর পূর্তির আগে নিজেদের গ্রামে যুক্তরাষ্ট্রের সেনাদের হাতে নিহতদের সংখ্যা গুনছিল। তারা জানায়, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর স্টাফ সার্জেন্ট রবার্ট বেলসের হাতেই ওই গ্রামের কয়েক পরিবার নিহত হয়েছে। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রবার্ট বেলস কমপক্ষে ১৬ জনকে হত্যা করেছেন, যাদের মধ্যে নয়টি শিশু ছিল।

ভুক্তভোগীদের মধ্যে একজন হাজি মুহাম্মাদ ওয়াজির। তাঁর পুরো পরিবারই হারিয়েছে মার্কিন সেনাদের হাতে। তিনি জানান, ২০১২ সালের ১১ মার্চ মার্কিন সেনাসদস্য রবার্ট বেলসে তাঁর স্ত্রী, চার পুত্র, চার কন্যা এবং দুজন আত্মীয়কে হত্যা করেন।

হাজি মুহাম্মাদ ওয়াজির বলেন, 'এটি আমার জন্য কঠিন ছিল। আমি খুশি যে মার্কিন সেনারা আফগানিস্তান ছেড়েছে। আল্লাহর প্রতি কৃতজ্ঞ।'

জাঙ্গাবাদের পাঁচজন বাসিন্দা যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ানকে জানান, তাঁদের ৪৯ জন আত্মীয় নিহত হয়েছেন মার্কিন হামলায়। আর এই শোকই তাঁদের তালেবানকে সমর্থন দিতে অনুপ্রেরণা জুগিয়েছে।

আফগানিস্তানের পাঞ্জওয়াই জেলার তালেবান কমান্ডার ফাইজানি মৌলভি সাহেব বলেন, গণহত্যার কারণে মানুষ অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হয়েছে। যুক্তরাষ্ট্রের গণহত্যায় মানুষ আমাদের আরও বেশি সমর্থন দিয়েছে। বিশেষ করে ২০১২ সালে যুক্তরাষ্ট্র ব্যাপক গণহত্যা চালানোর পর এই সমর্থন বেড়েছে।

৯/১১ হামলার প্রায় ২০ বছর পর মার্কিন সৈন্য আফগানিস্তান ছেড়ে চলে গেছে। দেশটির ক্ষমতায় আবারও এসেছে তালেবান। আলকায়েদা এখনো আছে। আফ্রিকায় সাহারা মরুভূমির দক্ষিণের দেশগুলোতে আলকায়েদা সবচেয়ে বেশি ক্ষমতাশালী। তবে আফগানিস্তানের ভেতরেও এখন আলকায়েদার সদস্য রয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, উগ্র এই গোষ্ঠী আবার আফগানিস্তানে তাদের ঘাঁটি গাড়তে সচেষ্ট হবে।

আরও পড়ুন:

‘শিশুকামীদের রক্ষক’ বলায় খেপলেন ট্রাম্প, দিলেন ‘এফ বর্গীয়’ গালি

ট্রাম্পের হুমকি-ধমকির পর হার্ভার্ডে চীনা শিক্ষার্থী ভর্তি উল্টো বেড়েছে

তেহরানের সঙ্গে বৈঠক বাতিল, ইরানি আন্দোলনকারীদের জন্য ‘সাহায্য’ পাঠাচ্ছেন ট্রাম্প

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

এখনো ইরানে হামলার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের বাড়তি ২৫% শুল্ক, কপাল আরও পুড়তে পারে ভারতের

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!