হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

চিনপিংয়ের বৈঠক প্রত্যাখ্যানের খবর মিথ্যা: বাইডেন 

গত সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপ হয়। পরে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বাইডেনের সঙ্গে সশরীরে বৈঠক প্রত্যাখ্যান করেছে শি চিনপিং। তবে মার্কিন স্থানীয় সময় মঙ্গলবার বাইডেন জানিয়েছেন এই খবরটি মিথ্যা। 

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে হওয়া ৯০ মিনিটের ফোনালাপে বাইডেনের বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করে শি চিনপিং। 
এ নিয়ে প্রশ্ন করলে সাংবাদিকদের বাইডেন বলেন, এটি সত্য নয়। 

বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান একটি বিবৃতিতে বলেন, প্রতিবেদনটি ফোনালাপটির সঠিক চিত্রায়ণ নয়। উভয় প্রেসিডেন্ট ব্যক্তিগত আলোচনার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। সেটিকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি। 

তবে ওই ফোনালাপের সময় উপস্থিত ছিলেন এমন একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছিলেন যে শি চিনপিংয়ের বৈঠক প্রত্যাখ্যানের খবরটি সঠিক। 

ওই সূত্র রয়টার্সকে বলেন, শি ফোনালাপে স্পষ্টত জানিয়েছেন যে বৈঠকের আগে সম্পর্কের উন্নয়ন দরকার করা। 

এ নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থিত চীনা দূতাবাসের পক্ষ থেকে কিছু বলা হয়নি। 

ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়, শি চিনপিংয়ের সঙ্গে সশরীরে বৈঠক নিয়ে আশাবাদী ছিলেন বাইডেন। তিনি ভাবতেও পারেননি যে এভাবে তাঁকে প্রত্যাখ্যাত করবে শি চিনপিং। 

একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, হোয়াইট হাউস মনে করছে করোনা নিয়ে শঙ্কার কারণে শি ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে চাচ্ছেন না। 

আগামী অক্টোবরে ইতালিতে জি২০ সামিট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে শি চিনপিং এবং বাইডেনের সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে করোনা শুরু হওয়ার পর এখনো দেশের বাইরে সফরে যাননি শি চিনপিং।

মানবাধিকার, করোনার উৎস, বাণিজ্য, জলবায়ু পরিবর্তন ইস্যুতে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বিরোধ চলছে। গত ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ফোনালাপ করেছিলেন শি চিনপিং। বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমতাগ্রহণের কিছুদিন পরই ওই ফোনালাপ হয়। এরপর দীর্ঘ সাত মাস পর  গত সপ্তাহে শি ও বাইডেনের মধ্যে সর্বশেষ ফোনালাপ হয়। 

শুল্ক থেকে ৬০০ বিলিয়ন ডলারের বেশি পেতে যাচ্ছি, এখন আমরা অনেক বেশি সম্মানিত: ট্রাম্প

মাদুরোর পতন: জুয়ার মার্কেটে রহস্যময় বাজি, এক রাতে কোটিপতি জুয়াড়ি কি ট্রাম্পঘনিষ্ঠ কেউ

ট্রাম্পের নিশানায় ৪ দেশ

আমি নির্দোষ, এখনো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট—নিউইয়র্কের আদালতে মাদুরো

যুক্তরাষ্ট্রে সরকারি সহায়তা নেয় অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার: ট্রাম্প

মাদুরোর হয়ে লড়বেন অ্যাসাঞ্জকে কারামুক্ত করা সেই আইনজীবী

ট্রাম্পের মামলা সামলানো বিচারকের হাতেই মাদুরোর ভাগ্য

নিউইয়র্কের আদালতে সাধারণ কয়েদির বেশে মাদুরো—চাইতে পারেন দায়মুক্তি

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের বাড়িতে হামলা, আটক ১

ভারতের ওপর শুল্ক বাড়ানোর হুমকি দিয়ে ট্রাম্প: ‘মোদি ভালো মানুষ, কিন্তু আমাকে খুশি করতে পারেনি’