হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

সমুদ্রের তলদেশে টাইটানিক দেখতে যাবেন এবার এক বিলিয়নিয়ার

গত বছরের জুনে আটলান্টিকের তলদেশে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে বিধ্বস্ত হয় টাইটান নামে পর্যটকবাহী একটি সাবমার্সিবল। এই ঘটনায় ওই ডুবোযানের দুই ক্রুসহ নিহত হন ব্রিটিশ ধনকুবের ব্যবসায়ী ও অভিযাত্রী হামিশ হার্ডিং, পাকিস্তানি ব্যবসায়ী শাহজাদা দাউদ ও তাঁর ছেলে সুলেমান। 

সারা বিশ্বকে নাড়া দেওয়া ওই দুর্ঘটনার পর এখন পর্যন্ত টাইটানিক দেখতে আর কোনো অভিযান পরিচালিত হয়নি। তবে এক বছরেরও কম সময়ের মধ্যে এবার টাইটানিক অভিমুখে নতুন অভিযানের পরিকল্পনা করেছেন বিলিয়নিয়ার ল্যারি কনর। দাবি করেছেন—গভীর সমুদ্রের এই পর্যটন শিল্পটিকে নিরাপদ প্রমাণ করতেই তিনি সাবমার্সিবল নিয়ে আটলান্টিকের তলদেশে যেতে চান। 

বিলিয়নিয়ার ল্যারি কনর যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী। অভিযান পরিকল্পনার বিষয়ে ওয়াল স্ট্রিট জার্নালকে তিনি বলেন, ‘আমি সারা বিশ্বের মানুষকে দেখাতে চাই, সমুদ্র অত্যন্ত শক্তিশালী হলেও এটি চমৎকার এবং আনন্দদায়ক হতে পারে। কাজটি সঠিকভাবে করলে এটি সত্যিই জীবনে এক ধরনের পরিবর্তন নিয়ে আসতে পারে।’ 

টাইটানিকের ধ্বংসাবশেষ দেখার জন্য বিলিয়নিয়ার ল্যারি বিশ্বের অন্যতম অভিজ্ঞ সাবমার্সিবল অপারেটর এবং ট্রাইটন সাবমেরিন সংস্থার সহ-প্রতিষ্ঠাতা ও সিইও প্যাট্রিক লাহের সঙ্গে জুটি বেঁধেছেন। ল্যারি বলেন, ‘প্যাট্রিক এক দশকেরও বেশি সময় ধরে এই অভিযান সম্পর্কে চিন্তাভাবনা এবং ডিজাইন করছেন। কিন্তু একসময় আমাদের কাছে উপকরণ এবং প্রযুক্তি ছিল না।’ 

প্রতিবেদনে বলা হয়েছে, ল্যারি এবং লাহে ট্রাইটন সাবমেরিন সংস্থাটির দুই কোটি ডলার মূল্যের একটি সাবমার্সিবল নিয়ে আটলান্টিকের তলদেশে যাবেন। এই সাবমার্সিবলটি পানির ৪ কিলোমিটার গভীরে পৌঁছাতে সক্ষম। টাইটানিকের ধ্বংসাবশেষ যেহেতু সমুদ্রের ৩.৮ কিলোমিটার গভীরে পড়ে আছে, সেহেতু বড় কোনো ঝামেলা না হলে তাঁরা সহজেই তাঁদের অভিযান সম্পন্ন করবেন। 

অভিযানের বিষয়ে ট্রাইটনের সিইও লাহে জানান, গত বছর আটলান্টিক দেখতে গিয়ে পাঁচজন নিহত হওয়ার পরপরই ল্যারি তাঁকে ফোন করে নিজেদের অভিযানের তাগাদা দিয়েছিলেন। ল্যারিকে একজন চমৎকার মানুষ হিসেবেও আখ্যা দেন লাহে। তিনি বলেন, ‘ল্যারি আমাকে বলেছিলেন—আমাদের যা করতে হবে তা হলো এমন একটি সাব তৈরি করা যা টাইটানিকের সমান গভীরতায় বারবার এবং নিরাপদে ডুব দিতে পারে এবং বিশ্বকে দেখাতে পারে যে, আপনি এটি করতে পারেন।’

ভেনেজুয়েলায় ট্রাম্পকে সহযোগিতা করতে চান কানাডার ধনকুবের

‘শিশুকামীদের রক্ষক’ বলায় খেপলেন ট্রাম্প, দিলেন ‘এফ বর্গীয়’ গালি

ট্রাম্পের হুমকি-ধমকির পর হার্ভার্ডে চীনা শিক্ষার্থী ভর্তি উল্টো বেড়েছে

তেহরানের সঙ্গে বৈঠক বাতিল, ইরানি আন্দোলনকারীদের জন্য ‘সাহায্য’ পাঠাচ্ছেন ট্রাম্প

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

এখনো ইরানে হামলার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের বাড়তি ২৫% শুল্ক, কপাল আরও পুড়তে পারে ভারতের

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প