হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

জরিপগুলোর ব্যবধান খুব কম, সর্বশেষ দুটিতে ট্রাম্পের চেয়ে এগিয়ে কমলা

ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। ছবি: সংগৃহীত

ঘনিয়ে এসেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচন যখন আর মাত্র ১০ দিন দূরে, তখন ফোর্বস জানিয়েছে—নতুন দুটি জরিপে ট্রাম্পের চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে আছেন কমলা হ্যারিস। তবে অধিকাংশ জরিপেই এই দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস পাওয়া গেছে।

গত রোববার এবিসি নিউজ ও ইপসোসের একটি যৌথ জরিপে দেখা গেছে, ট্রাম্পের চেয়ে চার পয়েন্টে এগিয়ে আছেন কমলা। জরিপটিতে কমলার পক্ষে ৫১ শতাংশ সমর্থন দেখা গেছে। বিপরীতে ট্রাম্পের প্রতি সমর্থন ছিল ৪৭ শতাংশ। চলতি মাসের শুরুর দিকের তুলনায় কমলার সমর্থন কিছুটা বেড়েছে। এই জরিপে মার্জিন ত্রুটি ছিল ২.৫ শতাংশ।

সিবিএস নিউজ ও ইউগভের যৌথ জরিপেও ট্রাম্পের তুলনায় ১ পয়েন্টে এগিয়ে আছেন কমলা। জরিপটিতে কমলার প্রতি সমর্থন ৫০ শতাংশ আর ট্রাম্পের প্রতি ৪৯ শতাংশ সমর্থন দেখা গেছে। এই জরিপের মার্জিন ত্রুটি ছিল ২.৬ শতাংশ।

এদিকে গত শনিবার প্রকাশিত ইমারসন কলেজের আরেক জরিপে দেখা গেছে, কমলা এবং ট্রাম্প দুজনেরই সমান ৪৯ শতাংশ সমর্থন রয়েছে।

গত শুক্রবার প্রকাশিত টাইমস ও সিয়েনার জরিপে সম্ভাব্য ভোটারদের মধ্যে ট্রাম্প এবং হ্যারিস সমান ৪৮ শতাংশ সমর্থন উপভোগ করছিলেন। তবে এই ফলাফলগুলো হ্যারিসের জন্য উৎসাহজনক নয়। কারণ অতীতে এমনও দেখা গেছে ডেমোক্র্যাটরা নির্বাচনে জনপ্রিয় ভোটে জিতলেও হোয়াইট হাউস দখলে নিতে ব্যর্থ হয়েছে। আরেকটি বিষয় হলো—টাইমসের জরিপটিতে পূর্বের তুলনায় কমলার সমর্থন বাড়েনি বরং কমেছে। কিছুদিন আগেই এই জরিপটিতে ট্রাম্পের চেয়ে ৪৯-৪৬ ব্যবধানে এগিয়ে ছিলেন তিনি।

গত শক্রবার প্রকাশিত সিএনএন ও এসএসআরএস জরিপে হ্যারিসের সমর্থন কমার প্রবণতা দেখা গেছে। জরিপটির সর্বশেষ অবস্থান অনুযায়ী, দুই প্রার্থীই সমান ৪৭ শতাংশ সমর্থন উপভোগ করছেন। যদিও গত মাসে (সেপ্টেম্বর) এই জরিপে ট্রাম্পের চেয়ে এক পয়েন্টে (৪৮-৪৭) এগিয়ে ছিলেন কমলা। তবে একই জরিপে প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পরপরই ট্রাম্প কমলার চেয়ে ৩ পয়েন্ট (৪৯-৪৬) ব্যবধানে এগিয়ে ছিলেন। সেই হিসেবে এই জরিপে ট্রাম্পের সমর্থনে বড় পতন দেখা গেছে।

এদিকে গত বৃহস্পতিবার প্রকাশিত নিবন্ধিত ভোটারদের নিয়ে সিএনবিসির জরিপে দেখা গেছে, ট্রাম্প ২ পয়েন্টে (৪৮-৪৬) এগিয়ে আছেন কমলার চেয়ে।

‘শিশুকামীদের রক্ষক’ বলায় খেপলেন ট্রাম্প, দিলেন ‘এফ বর্গীয়’ গালি

ট্রাম্পের হুমকি-ধমকির পর হার্ভার্ডে চীনা শিক্ষার্থী ভর্তি উল্টো বেড়েছে

তেহরানের সঙ্গে বৈঠক বাতিল, ইরানি আন্দোলনকারীদের জন্য ‘সাহায্য’ পাঠাচ্ছেন ট্রাম্প

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

এখনো ইরানে হামলার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের বাড়তি ২৫% শুল্ক, কপাল আরও পুড়তে পারে ভারতের

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!