হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ক্যালিফোর্নিয়ায় ফের গুলি, নিহত ৭

৪৮ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে ক্যালিফোর্নিয়ায় ফের গুলিতে হতাহতের ঘটনা ঘটেছে। উত্তর ক্যালিফোর্নিয়ার হাফ মুন বেতে পৃথক বন্দুক হামলায় সাতজন নিহত ও একজন আহত হয়েছেন। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি ও সিএনএন। 

এএফপির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার পৃথক দুটি বন্দুক হামলার ঘটনা ঘটে। 

সিএনএন বলছে, মাশরুম ফার্মে বন্দুক হামলার ঘটনাটি ঘটে। অপর আরেকটি বন্দুক হামলার ঘটনা ঘটে ওই ফার্ম থেকে আনুমানিক দুই মাইল দূরে। বন্দুক হামলার ঘটনায় চুনলি ঝাও (৬৭) নামের একজনকে আটক করা হয়েছে। কী উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে তা নিশ্চিত নয়। 

সান মাতেও কাউন্টি শেরিফ টুইটারে দেওয়া এক বার্তায় বলেছে, ‘সন্দেহভাজন অপরাধী পুলিশের হেফাজতে রয়েছেন। ওই এলাকার বাসিন্দাদের জন্য এখন কোনো হুমকি নেই।’

হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জিন-পিয়ের বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন এই হামলার ঘটনায় ব্রিফ করবেন। তিনি কেন্দ্রীয় আইন প্রয়োগকারী সংস্থাকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে বলেছেন।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।

এর আগে গত শনিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে চীনা চন্দ্রবর্ষের উৎসবে গুলিতে ১১ জন নিহত হন। মনটেরি পার্কে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে লস অ্যাঞ্জেলেস পুলিশ জানায়, মনটেরি পার্কের জনপ্রিয় ড্যান্স ক্লাবকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়ে থাকতে পারে। চীনা চন্দ্রবর্ষ উদ্‌যাপন করতে অতিথিরা এখানে এসেছিলেন।

যুক্তরাষ্ট্রের গান ভায়োলেন্স আর্কাইভের ডেটাবেইস অনুসারে, গত বছর যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতায় অন্তত ৪৪ হাজার লোকের মৃত্যু হয়েছে। এর মধ্যে অর্ধেক মৃত্যু হত্যা, দুর্ঘটনা ও আত্মরক্ষার সঙ্গে সম্পর্কিত এবং অর্ধেক আত্মহত্যাজনিত মৃত্যু। 

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

দেরি হওয়ার আগেই চুক্তি করে ফেল—কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র, হতে পারে বেসামরিক স্থাপনাতেও