হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইসরায়েলের প্রতি নেতিবাচক মনোভাব বেশির ভাগ মার্কিন তরুণের 

ফিলিস্তিনের গাজায় হামলার ক্ষেত্রে ইসরায়েলের পাশে রয়েছে যুক্তরাষ্ট্রের সরকার। গাজায় মানবিক যুদ্ধবিরতি চাইলেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও ইসরায়েলের প্রতি সমর্থন অব্যাহত রেখেছেন। তবে এর সঙ্গে একমত নন তরুণ মার্কিনিরা। গাজায় অভিযানের কারণে ইসরায়েলকে ভালো চোখে দেখছেন না তাঁরা। একই সঙ্গে বাইডেন প্রশাসন গাজা যুদ্ধে যে নীতি গ্রহণ করেছে, এর সঙ্গেও একমত নন তরুণেরা। 

গত বৃহস্পতিবার এক জরিপে এ চিত্র উঠে এসেছে। পিউ রিসার্চ সেন্টারের ওই জরিপে দেখা গেছে, এই যুদ্ধে অনেক মার্কিনি নজর রাখছেন না। আবার যাঁরা রাখছেন তাঁদের ৪০ শতাংশ বাইডেনের নীতি নিয়ে সন্দিহান। 

পিউ রিসার্চের প্রতিবেদনে বলা হয়েছে, ১৮-২৯ বছরের তরুণদের মধ্যে এ জরিপ চালানো হয়েছে। এতে দেখা গেছে, ৪৬ শতাংশ তরুণ মনে করেন, ৭ অক্টোবর হামাসের হামলার জেরে ইসরায়েল যে পদক্ষেপ নিয়েছে, তা গ্রহণযোগ্য নয়। তবে ২১ শতাংশ মার্কিন তরুণ মনে করেন, ইসরায়েলের এই হামলা ঠিক আছে। 

প্রতিষ্ঠানটি বলছে, ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের তরুণ এবং প্রবীণদের মতপার্থক্য রয়েছে। ৬৫ বছর ও এর থেকে বেশি বয়সীদের মধ্যে ৫৩ শতাংশ মনে করেন, ইসরায়েল যে হামলা চালাচ্ছে, তা ঠিক আছে। আবার প্রবীণদের মধ্যে ২৯ শতাংশ মনে করেন, এ হামলা ঠিক নয়। 

যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলকে সমর্থন করে আসছেন জো বাইডেন। ইসরায়েলকে কূটনৈতিক এবং সামরিক সহযোগিতা করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। তবে ফিলিস্তিনিদের রক্ষায় যথেষ্ট পদক্ষেপ না নেওয়ায় সমালোচিতও হয়েছেন তিনি। জাতিসংঘ বলছে, গাজায় ত্রাণ পৌঁছানো না গেলে সেখানে দুর্ভিক্ষ আসন্ন। 

এ পরিস্থিতিতে দেখা যাচ্ছে, বাইডেনের দলের সমর্থকেরাও তাঁর বিরুদ্ধে। ৩৪ শতাংশ ডেমোক্রেটিক পার্টির সমর্থক মনে করেন, ইসরায়েলের পক্ষ নিয়ে বেশি বেশি করছেন বাইডেন।

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

দেরি হওয়ার আগেই চুক্তি করে ফেল—কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র, হতে পারে বেসামরিক স্থাপনাতেও

গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ডকে মাদুরো উৎখাতের পরিকল্পনার বাইরে রেখেছিলেন ট্রাম্প

মাচাদোর নোবেল নিতে চেয়ে ট্রাম্প বললেন—এটি বড় সম্মানের

মাদুরোর মতো পুতিনকেও কি তুলে নেবে যুক্তরাষ্ট্র? যা বললেন ট্রাম্প

‘চীন-রাশিয়াকে ঠেকাতে গ্রিনল্যান্ডের মালিকানা লাগবেই’, ট্রাম্প কেন এত মরিয়া

ক্যারিবীয় সাগরে পঞ্চম তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র