হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ট্রাম্পের বাড়িতে এফবিআইয়ের তল্লাশির হলফনামা প্রকাশ

ট্রাম্পের বাড়িতে মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) কর্তৃক তল্লাশি চালানোর হলফনামা প্রকাশ করেছে দেশটির বিচার বিভাগ। স্থানীয় সময় আজ শুক্রবার বহুল প্রত্যাশিত এই হলফনামা প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

চলতি মাসের শুরুর দিকেই সাবেক মার্কিন প্রেসিডেন্টের ফ্লোরিডার বাড়িতে তল্লাশি চালায়। এই হলফনামা এফবিআইয়ের তল্লাশির আইনি ভিত্তিকে আরও শক্তিশালী করে তুলবে। গত ৮ আগস্ট চালানো ওই তল্লাশির বিষয়ে আরও তথ্য দেবে বলেই ধারণা করা হচ্ছে। 

এর আগে, মার্কিন ফেডারেল বিচারক গতকাল বৃহস্পতিবার মার্কিন বিচার বিভাগকে হলফনামা প্রকাশের নির্দেশ দেয়। নির্দেশের মাত্র একদিন পরই আদালতের কাছে জমা দেওয়া ওই হলফনামা প্রকাশ করা হলো। 

আদালতে জমা দেওয়া ৩৮ পৃষ্ঠা বিশিষ্ট ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘অননুমোদিত জায়গায় গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ, সেগুলোর বেআইনি অপসারণ এবং সরকারি নথিপত্র অপসারণ করে বেআইনিভাবে গোপন করার বিষয়ে একটি ফৌজদারি তদন্ত পরিচালনা করছে।’ 

তবে এর আগে, মার্কিন বিচার বিভাগ এই হলফনামা প্রকাশের বিরোধিতা করেছিল। তাঁরা বলেছিল, ‘এই হলফনামা প্রকাশ করা হলে ভবিষ্যতে এই মামলায় তদন্ত করতে গেলে তা বাধাগ্রস্ত হতে পারে এবং সাক্ষীদের পরিচয় প্রকাশিত হয়ে যেতে পারে। তবে গণমাধ্যমগুলো ‘সর্বোচ্চ জনস্বার্থ’ সংশ্লিষ্ট উল্লেখ করে নথিটি প্রকাশের দাবি জানায়। 

মার্কিন বিচারক ব্রুস রেইনহার্ট গত সপ্তাহে বলেছিলেন, তিনি বিশ্বাস করেন হলফনামাটির কিছু অংশ সিলমুক্ত করা যেতে পারে। তিনি বিচার বিভাগকে নথিটি পর্যালোচনার জন্য একটি সংশোধিত সংস্করণ জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

অধিবাসীদের নগদ অর্থ দিয়ে গ্রিনল্যান্ড ‘কেনার’ কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ জাহাজে আছেন ৩ ভারতীয়

মার্কিন পুলিশের গুলিতে নিহত রেনি গুড ছিলেন একজন কবি

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের দীর্ঘমেয়াদি পরিকল্পনা, সমর্থন আছে অন্তর্বর্তী সরকারেরও

ভেনেজুয়েলায় হস্তক্ষেপ: ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে মার্কিন সিনেটে ভোট

ভারতের ওপর আসতে পারে ৫০০ শতাংশ শুল্ক, কংগ্রেসের বিলে ট্রাম্পের সবুজসংকেত

মোদি, মাখোঁ আমার কাছে নতিস্বীকার করেছেন: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী অভিযানে গুলি, নারী নিহত

জাতিসংঘ ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিচ্ছেন ট্রাম্প