হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ট্রাম্পের বাড়িতে এফবিআইয়ের তল্লাশির হলফনামা প্রকাশ

ট্রাম্পের বাড়িতে মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) কর্তৃক তল্লাশি চালানোর হলফনামা প্রকাশ করেছে দেশটির বিচার বিভাগ। স্থানীয় সময় আজ শুক্রবার বহুল প্রত্যাশিত এই হলফনামা প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

চলতি মাসের শুরুর দিকেই সাবেক মার্কিন প্রেসিডেন্টের ফ্লোরিডার বাড়িতে তল্লাশি চালায়। এই হলফনামা এফবিআইয়ের তল্লাশির আইনি ভিত্তিকে আরও শক্তিশালী করে তুলবে। গত ৮ আগস্ট চালানো ওই তল্লাশির বিষয়ে আরও তথ্য দেবে বলেই ধারণা করা হচ্ছে। 

এর আগে, মার্কিন ফেডারেল বিচারক গতকাল বৃহস্পতিবার মার্কিন বিচার বিভাগকে হলফনামা প্রকাশের নির্দেশ দেয়। নির্দেশের মাত্র একদিন পরই আদালতের কাছে জমা দেওয়া ওই হলফনামা প্রকাশ করা হলো। 

আদালতে জমা দেওয়া ৩৮ পৃষ্ঠা বিশিষ্ট ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘অননুমোদিত জায়গায় গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ, সেগুলোর বেআইনি অপসারণ এবং সরকারি নথিপত্র অপসারণ করে বেআইনিভাবে গোপন করার বিষয়ে একটি ফৌজদারি তদন্ত পরিচালনা করছে।’ 

তবে এর আগে, মার্কিন বিচার বিভাগ এই হলফনামা প্রকাশের বিরোধিতা করেছিল। তাঁরা বলেছিল, ‘এই হলফনামা প্রকাশ করা হলে ভবিষ্যতে এই মামলায় তদন্ত করতে গেলে তা বাধাগ্রস্ত হতে পারে এবং সাক্ষীদের পরিচয় প্রকাশিত হয়ে যেতে পারে। তবে গণমাধ্যমগুলো ‘সর্বোচ্চ জনস্বার্থ’ সংশ্লিষ্ট উল্লেখ করে নথিটি প্রকাশের দাবি জানায়। 

মার্কিন বিচারক ব্রুস রেইনহার্ট গত সপ্তাহে বলেছিলেন, তিনি বিশ্বাস করেন হলফনামাটির কিছু অংশ সিলমুক্ত করা যেতে পারে। তিনি বিচার বিভাগকে নথিটি পর্যালোচনার জন্য একটি সংশোধিত সংস্করণ জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

রাশিয়া আর চীন একমাত্র যুক্তরাষ্ট্রকেই ভয় ও সম্মান করে: ট্রাম্প

রুশ পতাকাবাহী ট্যাংকারটি ধরেই ফেলল মার্কিন বাহিনী, আটলান্টিকে টানটান উত্তেজনা

ইউরোপজুড়ে তুষারপাতে বিপর্যয়: ৬ জনের মৃত্যু, শত শত ফ্লাইট বাতিল

সোভিয়েতকে তথ্য দিয়ে পশ্চিমাদের বিপদে ফেলেছিলেন যে সিআইএ এজেন্ট, তিনি মারা গেছেন

গ্রিনল্যান্ড দখলের পথ খুঁজছে যুক্তরাষ্ট্র, প্রয়োজনে সামরিক অভিযান: হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্রের কাছে ২০০ কোটি ডলারের তেল বেচবে ভেনেজুয়েলা, চুক্তি চূড়ান্ত

ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের ইচ্ছা ভয়ংকর

যুক্তরাষ্ট্রকে ৫ কোটি ব্যারেল তেল দিতে হবে ভেনেজুয়েলার, ঘোষণা ট্রাম্পের

শুল্ক থেকে ৬০০ বিলিয়ন ডলারের বেশি পেতে যাচ্ছি, এখন আমরা অনেক বেশি সম্মানিত: ট্রাম্প

মাদুরোর পতন: জুয়ার মার্কেটে রহস্যময় বাজি, এক রাতে কোটিপতি জুয়াড়ি কি ট্রাম্পঘনিষ্ঠ কেউ