হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

প্রেসিডেন্ট বাইডেনের বেতন কত

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের বেতন কিংবা আয় নিয়ে কমবেশি সবারই কৌতূহল আছে। অনেকেরই মনে প্রশ্ন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কি বেতন নেন, আর নিয়ে থাকলে তা কত? অবশেষে সেই প্রশ্নের উত্তর মিলল। জানা গেল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বেতন ও আয়। 

দেশটির গণমাধ্যমের খবর অনুযায়ী, জো বাইডেন ও তাঁর স্ত্রী জিল বাইডেনের গত বছরের আয় ছিল ৫ লাখ ৭৯ হাজার ৫১৪ ডলার। এই দম্পতির ট্যাক্স রিটার্ন অনুসারে এ তথ্য জানা যায়। বাইডেনের আয়ের সিংহভাগ মার্কিন কংগ্রেস দ্বারা নির্ধারিত প্রেসিডেন্টের বেতন থেকে এসেছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) যুক্তরাষ্ট্রের কর বিভাগ এ বিষয়ে পরিসংখ্যান প্রকাশ করে। এতে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন বছরে ৪ লাখ ডলার বেতন পান। 

প্রেসিডেন্ট বাইডেন হোয়াইট হাউসে স্বচ্ছতা প্রদর্শনের জন্য নতুন কর প্রদর্শনব্যবস্থা চালু করেছেন। যেখানে পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্প তাঁর বার্ষিক আয় ও ট্যাক্স রিপোর্ট প্রকাশ করতে অস্বীকার করতেন, সেখানে বাইডেন নিজেই সব তথ্য প্রকাশ করেছেন। 

মার্কিন কর বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, জো বাইডেন ও জিল বাইডেনের ২০২২ সালের আয় ছিল ৫ লাখ ৭৯ হাজার ৫১৪ ডলার। আর তাঁরা আয়কর জমা দিয়েছেন ১ লাখ ৭০ হাজার ডলার। 

বাইডেন দম্পতি গত বছর তাঁদের আয়ের ২৩ দশমিক ৮ শতাংশ ফেডারেল সরকারকে আয়কর দিয়েছেন, যার অর্থমূল্য ১ লাখ ৩৭ হাজার ৬৫৮ ডলার। এ ছাড়া নিজ অঙ্গরাজ্য ডেলাওয়ারে ২৯ হাজার ২৩ ডলার আয়কর দিয়েছেন তাঁরা। এর মধ্যে জিল আয়কর দিয়েছেন ৩ হাজার ১৩৯ ডলার। 

ফার্স্ট লেডি জিল বাইডেন নর্দার্ন ভার্জিনিয়া কমিউনিটি কলেজে শিক্ষকতা করেন। তাঁর আয় ৮২ হাজার ৩৩৫ ডলার। যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডিদের মধ্যে জিল বাইডেনই প্রথম, যিনি হোয়াইট হাউসে আসার পরও চাকরি করছেন।

প্রায় মার্কিন নাগরিক হয়েছিলেন তাঁরা, বাগড়া দিলেন ট্রাম্প

তাইওয়ানে যুদ্ধে জড়ালে চীনের কাছে হারতে পারে যুক্তরাষ্ট্র— পেন্টাগনের গোপন নথি ফাঁস

ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বেঁচে ফেরা ২ শিক্ষার্থী বেঁচেছিলেন স্কুল জীবনেও

এইচ–১বি ভিসা ফি বৃদ্ধি: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২০ অঙ্গরাজ্যের মামলা

সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর আইসিসের হামলার জবাব দেবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটিতে গুলিতে নিহত ২, আহত ৮

যুক্তরাষ্ট্রকে বর্জন করে কোথায় যাচ্ছেন কানাডার পর্যটকেরা

বাইডেনের সময় ইসরায়েলকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করেছিল যুক্তরাষ্ট্র

এপস্টাইন ফাইল: নতুন ছবিতে বিল ক্লিনটন ও বিল গেটসসহ প্রভাবশালী অনেকে

লাতিন আমেরিকাজুড়ে শিগগির ‘স্থল অভিযান’ শুরু করবেন ট্রাম্প