হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

প্রেসিডেন্ট বাইডেনের বেতন কত

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের বেতন কিংবা আয় নিয়ে কমবেশি সবারই কৌতূহল আছে। অনেকেরই মনে প্রশ্ন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কি বেতন নেন, আর নিয়ে থাকলে তা কত? অবশেষে সেই প্রশ্নের উত্তর মিলল। জানা গেল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বেতন ও আয়। 

দেশটির গণমাধ্যমের খবর অনুযায়ী, জো বাইডেন ও তাঁর স্ত্রী জিল বাইডেনের গত বছরের আয় ছিল ৫ লাখ ৭৯ হাজার ৫১৪ ডলার। এই দম্পতির ট্যাক্স রিটার্ন অনুসারে এ তথ্য জানা যায়। বাইডেনের আয়ের সিংহভাগ মার্কিন কংগ্রেস দ্বারা নির্ধারিত প্রেসিডেন্টের বেতন থেকে এসেছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) যুক্তরাষ্ট্রের কর বিভাগ এ বিষয়ে পরিসংখ্যান প্রকাশ করে। এতে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন বছরে ৪ লাখ ডলার বেতন পান। 

প্রেসিডেন্ট বাইডেন হোয়াইট হাউসে স্বচ্ছতা প্রদর্শনের জন্য নতুন কর প্রদর্শনব্যবস্থা চালু করেছেন। যেখানে পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্প তাঁর বার্ষিক আয় ও ট্যাক্স রিপোর্ট প্রকাশ করতে অস্বীকার করতেন, সেখানে বাইডেন নিজেই সব তথ্য প্রকাশ করেছেন। 

মার্কিন কর বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, জো বাইডেন ও জিল বাইডেনের ২০২২ সালের আয় ছিল ৫ লাখ ৭৯ হাজার ৫১৪ ডলার। আর তাঁরা আয়কর জমা দিয়েছেন ১ লাখ ৭০ হাজার ডলার। 

বাইডেন দম্পতি গত বছর তাঁদের আয়ের ২৩ দশমিক ৮ শতাংশ ফেডারেল সরকারকে আয়কর দিয়েছেন, যার অর্থমূল্য ১ লাখ ৩৭ হাজার ৬৫৮ ডলার। এ ছাড়া নিজ অঙ্গরাজ্য ডেলাওয়ারে ২৯ হাজার ২৩ ডলার আয়কর দিয়েছেন তাঁরা। এর মধ্যে জিল আয়কর দিয়েছেন ৩ হাজার ১৩৯ ডলার। 

ফার্স্ট লেডি জিল বাইডেন নর্দার্ন ভার্জিনিয়া কমিউনিটি কলেজে শিক্ষকতা করেন। তাঁর আয় ৮২ হাজার ৩৩৫ ডলার। যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডিদের মধ্যে জিল বাইডেনই প্রথম, যিনি হোয়াইট হাউসে আসার পরও চাকরি করছেন।

‘শিশুকামীদের রক্ষক’ বলায় খেপলেন ট্রাম্প, দিলেন ‘এফ বর্গীয়’ গালি

ট্রাম্পের হুমকি-ধমকির পর হার্ভার্ডে চীনা শিক্ষার্থী ভর্তি উল্টো বেড়েছে

তেহরানের সঙ্গে বৈঠক বাতিল, ইরানি আন্দোলনকারীদের জন্য ‘সাহায্য’ পাঠাচ্ছেন ট্রাম্প

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

এখনো ইরানে হামলার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের বাড়তি ২৫% শুল্ক, কপাল আরও পুড়তে পারে ভারতের

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!