হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

এফ-৩৫ ফাইটার জেটের সরবরাহ বন্ধ করল পেন্টাগন

প্রতিরক্ষা অধিগ্রহণের নিয়ম লঙ্ঘন করায় লকহিড মার্টিন করপোরেশনের এফ-৩৫ ফাইটার জেটের সরবরাহ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে পেন্টাগন। মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মার্কিন প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, স্টিলথ ফাইটার জেট বিমানে চীনের তৈরি শংকর ধাতুর যন্ত্রাংশ ব্যবহারের বিষয়টি জানার পর পেন্টাগন এ সিদ্ধান্ত নিয়েছে। তবে শংকর ধাতুর তৈরি চুম্বকের যন্ত্রাংশ কোনো ধরনের নিরাপত্তা সমস্যা তৈরি করছে না বলেও জানিয়েছে পেন্টাগন।

প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র রাস গোয়েমার বলেছেন, ‘আমরা নিশ্চিত হয়েছি যে চুম্বকগুলো তথ্য পাঠায় না কিংবা উড়োজাহাজের অখণ্ডতার ক্ষতি করে না। এর সঙ্গে কার্যকারিতা, গুণমান, সুরক্ষা বা সুরক্ষা ঝুঁকি নেই।’

সিএনএন জানিয়েছে, কোম্পানিটি নিজ উদ্যোগেই প্রতিবেদন প্রকাশ করেছে এবং এটি কীভাবে ঘটেছে তা পর্যালোচনা করছে। 

কতগুলো উড়োজাহাজের সরবরাহ বিলম্বিত হয়েছে অথবা কতগুলো উড়োজাহাজে চীনা শংকরে খাদ ছিল তা জানায়নি পেন্টাগন। কোম্পানিটি ২০২২ সালজুড়ে ১৫৩টি এফ-৩৫ সরবরাহ করবে এবং এখন পর্যন্ত ৮৮টি সরবরাহ করেছে।

এফ-৩৫ বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধবিমানগুলোর মধ্যে একটি। মার্কিন যুক্তরাষ্ট্র শত শত যুদ্ধবিমান পরিচালনা করে। এসব যুদ্ধবিমান তিন ধরনের হয়ে থাকে। প্রচলিত উড্ডয়ন ও অবতরণের সুবিধাযুক্ত এফ-৩৫-এ বিমানবাহিনী ব্যবহার করছে। অন্যদিকে আড়াআড়ি অবতরণের সুবিধাসম্পন্ন এফ-৩৫-বি এবং এফ-৩৫-সি পরিচালনা করে নৌবাহিনী।

লকহিড মার্টিন এক বিবৃতিতে জানিয়েছে, সাপ্লাই চেইন চুক্তির মাধ্যমে আমরা আমাদের অংশীদারদের সঙ্গে কাজ করছি। স্পর্শকাতর কোনো প্রোগ্রাম থেকে চুম্বকটির তথ্য নেওয়ার ক্ষমতা নেই। এফ-৩৫ নিরাপদ রাখতে এবং সমস্যাটির সমাধান করতে আমরা এক সঙ্গে কাজ করছি। যত তাড়াতাড়ি সম্ভব সরবরাহ আবার শুরু করা হবে।

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা