হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

২০২৪ সালের নির্বাচনেও প্রার্থী হওয়ার ঘোষণা বাইডেনের

যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেনশিয়াল নির্বাচনেও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জো বাইডেন। এবারও তাঁর রানিং মেট হিসেবে থাকবেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ৮০ বছর বয়সী বাইডেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট। এর আগেও তিনি আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার আশা প্রকাশ করেছিলেন, এবার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন।

মঙ্গলবার এক ভিডিও বার্তায় আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার দৌড়ে নামার ইচ্ছা পোষণ করে বাইডেন বলেন, ‘আগামী নির্বাচন গণতন্ত্র এবং ব্যক্তিস্বাধীনতার লড়াই। আসুন, অসম্পন্ন কাজগুলো সমাপ্ত করি।’

তবে জো বাইডেন আগামী নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে খোদ ডেমোক্র্যাটদের মাঝেই মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এনবিসি নিউজের এক জরিপে দেখা গেছে, ৭০ শতাংশ আমেরিকান এবং বেশির ভাগ ডেমোক্র্যাট মনে করেন, আগামী নির্বাচনে বাইডেনের অংশ নেওয়া উচিত হবে না।

এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে রেখেছেন। ফলে এবারও ২০২০ সালের নির্বাচনের মতো জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ২০২০ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করেই প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন জো বাইডেন।

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

ট্রাম্পকে নোবেল পদক দিয়ে নামাঙ্কিত ব্যাগ পেলেন মাচাদো, কোনো আশ্বাস কি মিলল

নিজের নোবেল পদক ট্রাম্পকে দিলেন মাচাদো

ইরান হামলার ক্ষেত্রে সময় অনুকূলে—‘ইঙ্গিত’ দিচ্ছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের যেসব ক্যাটাগরির ভিসা স্থগিত হচ্ছে, ভুক্তভোগী হচ্ছেন যাঁরা

ইরানে মার্কিন হামলা স্থগিত করায় তেলের দামে বড় পতন

ইরানকে আরেকটি সুযোগ দিতে ট্রাম্পকে শেষ মুহূর্তে রাজি করায় সৌদি, কাতার ও ওমান

ট্রাম্প-মাচাদো বৈঠকের আগে ভেনেজুয়েলার আরও এক ট্যাংকার জব্দ

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতের আওতায় কারা পড়বে না, জানাল স্টেট ডিপার্টমেন্ট

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে তুলে নিয়ে গেল অভিবাসন পুলিশ