হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

২০২৪ সালের নির্বাচনেও প্রার্থী হওয়ার ঘোষণা বাইডেনের

যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেনশিয়াল নির্বাচনেও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জো বাইডেন। এবারও তাঁর রানিং মেট হিসেবে থাকবেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ৮০ বছর বয়সী বাইডেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট। এর আগেও তিনি আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার আশা প্রকাশ করেছিলেন, এবার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন।

মঙ্গলবার এক ভিডিও বার্তায় আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার দৌড়ে নামার ইচ্ছা পোষণ করে বাইডেন বলেন, ‘আগামী নির্বাচন গণতন্ত্র এবং ব্যক্তিস্বাধীনতার লড়াই। আসুন, অসম্পন্ন কাজগুলো সমাপ্ত করি।’

তবে জো বাইডেন আগামী নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে খোদ ডেমোক্র্যাটদের মাঝেই মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এনবিসি নিউজের এক জরিপে দেখা গেছে, ৭০ শতাংশ আমেরিকান এবং বেশির ভাগ ডেমোক্র্যাট মনে করেন, আগামী নির্বাচনে বাইডেনের অংশ নেওয়া উচিত হবে না।

এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে রেখেছেন। ফলে এবারও ২০২০ সালের নির্বাচনের মতো জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ২০২০ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করেই প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন জো বাইডেন।

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

দেরি হওয়ার আগেই চুক্তি করে ফেল—কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র, হতে পারে বেসামরিক স্থাপনাতেও

গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ডকে মাদুরো উৎখাতের পরিকল্পনার বাইরে রেখেছিলেন ট্রাম্প

মাচাদোর নোবেল নিতে চেয়ে ট্রাম্প বললেন—এটি বড় সম্মানের

মাদুরোর মতো পুতিনকেও কি তুলে নেবে যুক্তরাষ্ট্র? যা বললেন ট্রাম্প